লামা উপজেলার সোমবার রাতে বন্য হাতির আক্রমণে ফাইতংয়ে চিংসাথুই মারমা (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।
আজ সকালে ফাইতং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শামীম শেখ এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে চিংসাথুই মারমা ফাইতং ইউনিয়ন পরিষদের এলাকা থেকে ফাদুর বাগানপাড়ার বাড়িতে ফিরছিলেন। তখন ওই এলাকায় হাতির একটি দল তখন ওই পথ পার হচ্ছিল । চিংসাথুই হাতির পালের মুখোমুখি পড়ে যান। তিনি পালানোর চেষ্টা করলেও একটি হাতি তাঁকে ধরে ফেলে। তাঁকে শুঁড় দিয়ে ছুড়ে মারে হাতি। চিংসাথুই মারমার চিৎকারে পাড়াবাসী মশাল নিয়ে এগিয়ে এলে হাতির পাল সরে যায়। তখন তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফাইতং পুলিশ ফাঁড়ির এসআই মো. শামীম শেখ বলেন, চিংসাথুই মারমাকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালেই তিনি মারা যান। তথ্য সূত্র বাসস।