News update
  • Heatstroke claims 15 lives in 14 days: DGHS     |     
  • Forest Deptt deploys teams, drones to monitor Sundarbans fire      |     
  • Sundarbans fire contained after nearly 30 hours     |     
  • Dhaka’s air unhealthy for sensitive groups Tuesday morning     |     
  • Two killed as tractor hits auto-rickshaw in Joypurhat     |     

২১ বছরে পা রাখলেন জাপানের রাজকুমারী আইকো

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2022-12-02, 8:36am

20221201_16_1191181_l-de7baaa434cd6890bd6cbda6ffb9434e1669948619.jpg




জাপানের সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকোর কন্যা রাজকুমারী আইকোর বয়স বৃহস্পতিবার ২১ বছর হয়েছে।

গত বছর আনুষ্ঠানিকভাবে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে সরকারি বিভিন্ন দায়িত্ব রাজকুমারী পালন করে আসছেন। জানুয়ারি মাসে তিনি প্রথমবারের মত সম্রাটের প্রাসাদে নব বর্ষের অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া প্রাসাদের বিভিন্ন আচারানুষ্ঠানেও তিনি উপস্থিত থাকতে শুরু করেছেন।

সম্রাট পরিবারের দেখাশোনার দায়িত্ব পালন করা ইম্পেরিয়াল হাউসহোল্ড এজেন্সি বলছে, সেরকম অনুষ্ঠানের সময় কি রকম আচরণ তার করা দরকার সে বিষয়ে উপদেশ প্রদানের জন্য রাজকুমারী আইকো সম্রাট ও সম্রাজ্ঞীকে অনুরোধ করেছেন।

এপ্রিল মাসে তিনি গাকুশুইন বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা ও সাহিত্য বিভাগে তৃতীয় বর্ষের পাঠ শুরু করেছেন। সেখানে তিনি ধ্রুপদী ধারার কাজ নিয়ে লেখাপড়া করছেন। একই সাথে জাপানের ঐতিহ্যবাহী মঞ্চ উপস্থাপনার শিল্পকলার ক্লাসেও তিনি যোগ দিচ্ছেন।

নভেম্বর মাসে তিনি প্রাসাদ-সঙ্গীত গাগাকু’র একটি উপস্থাপনা উপভোগ করেন। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।