রাঙ্গামাটির সাজেকের পর্যটকবাহী গাড়ি চলাচলের সময়সূচি পরিবর্তন করেছে সেনা জোন।
এই মুহূর্তে নতুন করে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
অর্থমন্ত্রী বলেন, করোনাভাইরাসের মহামারি পরবর্তী বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে সরকার নানামুখি পদক্ষেপ নিয়েছে। সীমিত আয়ের মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখার লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ডের কার্যক্রম চালু করেছে। জনসাধারণের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণে সরকার সচেষ্ট আছে। এমন পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বা মহার্ঘ্য ভাতা প্রদানের কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই।
চিঠিতে বলা হয়, ‘রাঙ্গামাটির সাজেকগামী পর্যটকদের প্রবেশের সময় সকাল সাড়ে ১০টার পরিবর্তে বেলা ১১টা করা হয়েছিল। গত ২৬ ডিসেম্বর বাঘাইহাট জোন কমান্ডারের কাছে সাজেকের কটেজ মালিক সমিতি একটি আবেদন করে। পরে ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আবারও বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেকগামী পর্যটকদের সকালের গাড়ির প্রবেশের সময় বেলা ১১টার পরিবর্তে সকাল ১০টা এবং সাজেক থেকে বাঘাইহাটে ফিরে যাওয়ার সময় বিকেল ৩টার পরিবর্তে দুপুর ২টা করা হয়েছে। পরিবর্তিত এই সময়সূচি মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে কার্যকর হবে’। তথ্য সূত্র আরটিভি নিউজ।