News update
  • Three dead in Israeli strikes on south Lebanon: report     |     
  • Heat wave, drought threaten litchi production in Pabna     |     
  • British officials charge 2 with spying for China     |     
  • Teen truck driver takes 3 lives in Bagerhat     |     
  • Heat wave turns very severe in Rajshahi, Chuadanga, Pabna     |     

শারীরিক প্রতিবন্ধী যুগলের বিয়েতে আনন্দ র‌্যালি

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2023-03-15, 9:44am

resize-350x230x0x0-image-215919-1678839515-fd635b9297383cfb78153dc735ed79ef1678851890.jpg




কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে দুই প্রতিবন্ধী ব্যক্তির বিয়েতে আনন্দে মেতেছেন গ্রামবাসী। বিয়েকে আনন্দঘন করতে বিয়ে শেষে ১০টি ভ্যানগাড়ি ও একটি অটোরিকশা নিয়ে ঢাকঢোল পিটিয়ে বর-কনেকে নিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা হয়।


মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত নাওডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন সড়কে বরের আত্মীয়-স্বজনসহ দুই শতাধিক নারী পুরুষ এই আনন্দ-আয়োজনে অংশগ্রহণ করে। এর আগে সোমবার রাতে দু’জনের বিবাহ সম্পন্ন হয়। এলাকাবাসী ব্যতিক্রমধর্মী এই বিয়ের ব্যয়ভার বহন করে।

বর মনেশ্বর রায় নাওডাঙ্গা গ্রামের বিরেণ রায়ের ছেলে। কনে পাশ্ববর্তী লালমনিরহাট জেলার আদিতমারী এলাকার সাবিত্রী রায়। দুই জনই শারীরিক প্রতিবন্ধী। এদের মাঝে মনেশ্বর রায় প্রতিবন্ধী ভাতার অন্তর্ভুক্ত।


স্থানীয়রা জানান, এলাকাবাসীর আয়োজনে এ ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয়। তাদের বিয়ের আনন্দে মঙ্গলবার সকাল থেকে ১০টি ভ্যান ও একটি অটোরিকশাযোগে ঢাকঢোল পিটিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা হয়। এ আনন্দ র‌্যালিতে অংশ নেন বরের আত্মীয়-স্বজনসহ প্রায় দুই শতাধিক নারী-পুরুষ। সব কিছুর ব্যয় বহন করেন এলাকাবাসী।

কনে সাবিত্রী রায় জানান, একজন প্রতিবন্ধী হয়ে বিয়ে হবে এমন আশা করিনি। তবে বিয়ে এবং বিয়ের আনন্দ সবকিছুই ভালো লেগেছে। সকলের কাছে আর্শিবাদ প্রার্থনা করেছেন তিনি।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসেন আলী বলেন, স্থানীয়রা দুই শারীরিক প্রতিবন্ধির ব্যক্তির বিয়ের আয়োজন করেছেন এবং সেই বিয়ের আনন্দে তারা ভ্যানগাড়ী যোগে আনন্দ র‌্যালি করেছেন জানতে পেরেছি। তবে তারা কেউ আমাকে বিষয়টি জানায় নাই। তথ্য সূত্র আরটিভি নিউজ।