News update
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     

আরও ১২ নিউজপোর্টালকে নিবন্ধনের অনুমতি

গ্রীণওয়াচ ডেক্স বিবিধ 2023-12-15, 12:09am

image-251892-1702569339-ff226353e47399c119b0cf8b95c5275c1702577378.jpg




দেশের আরও ১২টি অনলাইন নিউজপোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে বিজ্ঞপ্তিটি মন্ত্রণালযয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নিবন্ধনের অনুমতি পাওয়া অনলাইন পোর্টালগুলো হলো- দৈনিক এইদিন ডটকম, দেশের খবর ডটনেট, স্বাধীন আলো ডটকম, বাংলার চিঠি ডটকম, খুলনা টাইমস ডটকম, গিরিদর্পন ডটকম, দ্য পিপলস নিউজ টোয়েন্টিফোর, নারদবার্তা ডটকম, একাত্তর বাংলা ডটকম, নতুন কথা ডটনিউজ ও ডেইলি খবর টোয়েন্টিফোর ডটকম।

এসব অনলাইন নিউজপোর্টালকে নির্ধারিত ফি জমা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে তথ্য অধিদপ্তর থেকে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।