News update
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     
  • Tarique Rahman Leaves London for Bangladesh After 17 Years     |     
  • Govt welcomes Tarique Rahman’s return, assures full coop     |     
  • BNP strikes polls deal with 7 more partners, reserves 8 seats     |     

ইসরায়েলি হামলায় গাজায় মৃত্যু ১৯ হাজার ছুঁইছুঁই

গ্রীণওয়াচ ডেক্স সংঘাত 2023-12-15, 12:13am

image-251898-1702573121-7c1e72c083d8d7d096e6a0d1ded923dd1702577633.jpg




দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় প্রতিদিন শত শত ফিলিস্তিনি নিহত হচ্ছেন। ইতোমধ্যে নিহতের সংখ্যা বেড়ে ১৮ হাজার ৭৮৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৫০ হাজার ৮৯৭ জন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ইসরায়েলি হামলায় শুধু গত ২৪ ঘণ্টায় অন্তত ১৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে কমপক্ষে ৩০৩ ফিলিস্তিনি আহত হয়েছেন।

এ ছাড়া ইসরায়েলি হামলায় বিভিন্ন ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা রয়েছেন বলে জানান আল-কুদরা।

গত সপ্তাহে মার্কিন ভেটোতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির একটি প্রস্তাব বাতিল হয়ে যায়। এরপর চলতি সপ্তাহে সাধারণ পরিষদে বিপুল সমর্থনে পাস হওয়া আরেকটি প্রস্তাবসহ যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ‘বিজয়’ না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সূত্র : আলজাজিরা