News update
  • Bumper harvest of Jujube in Ramu Upazila     |     
  • Govt urged to offer scholarships to Palestinian students     |     
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান ১২৯তম

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2024-03-20, 12:57pm

gdsgdgsdg-cca956a30ffae23037049072f60499971710917881.jpg




এবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড। এ নিয়ে টানা সাতবার দেশটি এই খেতাব অর্জন করল।

আন্তর্জাতিক সুখ দিবস উপলক্ষে বুধবার (২০ মার্চ) জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় এই ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

১৪৩টি দেশের ওপর জরিপ চালিয়ে এই রির্পোটা তৈরি করা হয়েছে। এরমেধ্যে প্রথম স্থানে ফিনল্যান্ড, দ্বিতীয় অবস্থানে ডেনমার্ক, তৃতীয় আইসল্যান্ড, চতুর্থ সুইডেন, পঞ্চম ইসরায়েল, ষষ্ঠ নেদারল্যান্ডস, সপ্তম নরওয়ে, অষ্টম লুক্সেমবার্গ, নবম সুইজারল্যান্ড এবং দশম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সবচেয়ে শেষে রয়েছে আফগানিস্তানের নাম।

সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২৯তম। গত বছর এ অবস্থান ছিল ১১৮। ২০২২ সালে বাংলাদেশ ছিল ৯৪ নম্বরে।

এ ছাড়া বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে নেপাল রয়েছে ৯৩তম, পাকিস্তান ১০৮তম, মিয়ানমার ১১৮তম, ভারত ১২৬তম এবং শ্রীলঙ্কার অবস্থান ১২৮তম।

উল্লেখ্য, সুখী দেশের তালিকা করতে ছয়টি মূল বিষয় বিবেচনা করা হয়। এগুলো হলো মাথাপিছু জিডিপি, সামাজিক সমর্থন, স্বাস্থ্যকর জীবন প্রত্যাশা, স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতির উপলব্ধি।