News update
  • Appeals over nomination papers:18 more regain candidacies back     |     
  • More than 100 dead in torrential rains and floods across southern Africa     |     
  • Islami Andolan to Contest Election Alone in 13th Poll     |     
  • 3 killed in Uttara building fire; 13 rescued     |     
  • Late-night deal ends standoff: BPL resumes Friday     |     

রাজনীতিতে যোগ দিলেন ডা. তাসনিম জারা

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2024-12-11, 9:40am

ddaaktaar-55739cdacbdb8b7b39412260b2d139771733888402.jpg




রাজনীতিতে যোগ দিয়েছেন স্বাস্থ্যবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর ডা. তাসনিম জারা। গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে জানান, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন তিনি।

ফেসবুকে ডা. তাসনিম লিখেন, ‘আমি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। এই প্রথম কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হচ্ছি। তাই সিদ্ধান্তটি সহজ ছিল না। তবে, এই কমিটিতে অনেক বুদ্ধিদীপ্ত, চিন্তাশীল ও সৎ মানুষকে পেয়েছি। যারা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে অসামান্য ত্যাগ স্বীকার করেছেন। ভবিষ্যতেও সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত তারা। তাদের সহকর্মী হতে পারা এবং দেশের জন্য একসঙ্গে কাজ করার সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়।’

ডা. তাসনিম আরও লেখেন, ‘জানি না আমরা কতটা সফল হতে পারব। কারণ ন্যায়বিচার প্রতিষ্ঠা, সব নাগরিকের মর্যাদা নিশ্চিত ও পারস্পরিক শ্রদ্ধাশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা দীর্ঘমেয়াদী প্রচেষ্টা, শ্রম ও ত্যাগের বিষয়। তবে, এই পরিবর্তন আনার জন্য আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।’

পোস্টের শেষে ডা. তাসনিম লেখেন, ‘আমার জন্য কোনো পরামর্শ থাকলে দয়া করে জানাবেন। ভুল করলে তা ধরিয়ে দেবেন। আর ভালো কিছু করলে উৎসাহ ও সমর্থন দিয়ে পাশে থাকবেন।’

গত সোমবার নাসীরুদ্দীন পাটওয়ারীকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে জাতীয় নাগরিক কমিটি পুনর্গঠন করা হয়। তাতে যুগ্ম আহ্বায়ক পদে ডা. তাসনিম জারাকে রাখা হয়।

ডা. তাসনিম জারা যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক ও ‘সহায় হেলথ’-এর সহপ্রতিষ্ঠাতা। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিসটিঙ্কশন (সর্বোচ্চ ফলাফল) অর্জন করে ডিগ্রি সম্পন্ন করেন। যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব অবস্টেট্রিশিয়ান ও গাইনোকোলজিস্ট থেকে ডিআরসিওজি ডিগ্রি অর্জন করেন। সহজ বাংলায় ভিডিও তৈরির মাধ্যমে মানুষকে স্বাস্থ্য সচেতন করে তুলতে কনটেন্ট ক্রিয়েট করেন তিনি। এনটিভি।