News update
  • OIC Condemns Ecuador’s Opening of a Diplomatic Office in Al-Quds     |     
  • No escape, death follows families in Gaza wherever they go     |     
  • Armed forces' magistracy powers extended by 60 days     |     
  • Hamid's departure: Body formed, Kishoreganj SP withdrawn     |     
  • The Taliban Took Everything – Even My Hope     |     

বিএনপির তিন সংগঠনের লংমার্চ, নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-12-11, 9:42am

long_murch-5cc26041f31ae1967081c8c08dd26f1f1733888551.jpg




ভারতের আগরতলার বাংলাদেশ উপহাইকমিশন অফিসে হামলার প্রতিবাদে ঢাকা থেকে আগরতলার উদ্দেশে বিএনপির তিন সংগঠনের লংমার্চ বুধবার (১১ ডিসেম্বর)। এদিন সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়।

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চ শুরুর আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ হবে। এতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্ব করবেন। সমাবেশে প্রধান অতিথি থাকবেন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও প্রধান বক্তা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

জানা গেছে, লংমার্চ ঢাকা থেকে যাত্রা শুরু করে পথিমধ্যে ভৈরবে পথসভা করবে। এরপর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে উপস্থিত হবে। লংমার্চ সফল করতে আখাউড়া স্থলবন্দর এলাকায় গতকাল থেকে চলছে ব্যাপক প্রস্তুতি।

ব্রাহ্মণবাড়িয়া থেকে এনটিভির নিজস্ব প্রতিবেদক শিহাব উদ্দিন বিপু জানান, গতকাল মঙ্গলবার বিএনপির নেতাকর্মীরা আখাউড়া স্থলবন্দর সংলগ্ন মাঠে লংমার্চের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন। তাদের মধ্যে ছিলেন—স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভুইয়া।

নেতারা জানান, শান্তিপূর্ণভাবে লংমার্চ অনুষ্ঠিত হবে। লংমার্চকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, বিজিবি ছাড়াও দলীয়ভাবে স্বেচ্ছাসেবক কাজ করবে। তাঁরা আশা করছেন লংমার্চকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম হবে। এনটিভি।