News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

৭ বিয়ে নিয়ে যা বললেন সোহেল তাজ

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-01-03, 8:42am

img_20250103_083950-c60e23fb90081fa15bd50ac741b2db261735872138.jpg




‘আয়রন গার্ল’ শাহনাজ পারভীন শিমুর সঙ্গে বাগদান করে আলোচনায় রয়েছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। অনেকে বলছেন, এটি ৫৫ বছরের সোহেল তাজের সপ্তম বিয়ে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে সোহেল তাজ লিখেছেন, ‘আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে- আমি কিছুই বলবো না। কারণ, এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়- ২টি কমেন্ট শেয়ার করলাম তা থেকে আপনারাই বুঝে নিন কোনটা সঠিক আর কোনটা মিথ্যা।

দৃষ্টি আকর্ষণ: গণহত্যা, গুম, খুন, নির্যাতন অথবা নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী চোর কিংবা মাফিয়াদের সমর্থনকারী ব্রেন ওয়াসড নব্য কাওয়া বডি লীগের চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি।

বিঃদ্রঃ নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই- আমি আপনাদেরকে চিনি।

বিঃদ্রঃ আওয়ামী লীগের ব্রেইন ওয়াসড নষ্ট পচা নীতি অথবা আদর্শবিচ্যুত লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে- আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মউপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার।’ আরটিভি