News update
  • Sewage, trash, disease overwhelm displaced communities in Gaza     |     
  • World leaders rally for ‘full-speed’ climate action ahead of COP30     |     
  • Chel Snakehead: A Fish That Time Forgot, Rediscovered     |     
  • Investment Summit Touts Bangladesh’s FDI Promise     |     
  • World Bank Cuts South Asia Growth Forecast     |     

রাতে গণপরিবহন ভ্রমণে সতর্ক থাকুন

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-03-16, 2:41pm

img_20250316_143832-0ed1f6e3f5be5c1840d60f4c1157dfb71742114466.jpg




সন্ধ্যার পর, বিশেষত যদি আপনার গন্তব্যটি কাছের না হয়ে দূরপাল্লার হয়, তাহলে বাস বা অন্যান্য গণপরিবহন ব্যবহার করা একটি সাধারণ বিষয়। তবে, রাতে বাস বা গণপরিবহনে যাতায়াত করার সময় কিছু নিরাপত্তামূলক সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আপনি আপনার ভ্রমণকে আরও নিরাপদ এবং আরামদায়ক করতে পারবেন।

সতর্ক ও পরিকল্পিত ভ্রমণ

সতর্ক ও পরিকল্পিতভাবে ভ্রমণ করলে যাত্রা নিরাপদ ও আরামদায়ক হয়। বাস বা ট্রেনের টিকিট বুকিং করার সুযোগ থাকলে মাঝামাঝি আসন বেছে নিন। রাতের যাত্রায় জানালার পাশের বা পেছনের আসন এড়িয়ে চলাই উত্তম। সম্ভব হলে, পরিচিত কাউকে আপনার যাত্রার তথ্য (গন্তব্য, সম্ভাব্য পৌঁছানোর সময়) জানিয়ে রাখুন।

নির্ভরযোগ্য যানবাহন ব্যবহার

বাসে ওঠার আগে আপনার রুট সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। যদি সম্ভব হয়, নির্ভরযোগ্য এবং পরিচিত পরিবহন সংস্থা থেকে টিকিট বা আসন নিশ্চিত করুন। অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং পরিষেবা (যেমন উবার, পাঠাও) ব্যবহার করলে গাড়ির তথ্য যাচাই করুন।

নিজের অবস্থান গোপন রাখা

সোশ্যাল মিডিয়ায় যাত্রাসংক্রান্ত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন। অপরিচিতদের সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করা এড়িয়ে চলুন। সম্ভব হলে লাইভ লোকেশন পরিবার বা বন্ধুকে শেয়ার করুন।

সতর্ক থাকা ও চারপাশ পর্যবেক্ষণ করা

সন্ধ্যার পর বাস বা ট্রেনের যাত্রা শুরু হওয়ার আগে, আপনার মোবাইল ফোনের ব্যাটারি পর্যাপ্ত রাখতে ভুলবেন না, যাতে আপনি জরুরি অবস্থায় যোগাযোগ করতে পারেন। অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তিদের সঙ্গে অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন। মোবাইলে অতিরিক্ত মনোযোগ না দিয়ে চারপাশের পরিস্থিতি লক্ষ করুন। যদি অস্বাভাবিক বা সন্দেহজনক কিছু দেখেন, তবে তা নিয়ে আতঙ্কিত না হয়ে, ড্রাইভার বা স্টাফের সঙ্গে কথা বলে বিষয়টি জানান।

অত্যধিক ভিড় এড়িয়ে চলা

অত্যধিক ভিড় থাকলে সেই যানবাহনে না ওঠাই ভালো। মূল্যবান জিনিসপত্র যেমন মানিব্যাগ, ফোন বা ব্যাগ সবসময় সাবধানে রাখুন। গণপরিবহনে মোবাইল ফোন বের করে ব্যবহার করা ছিনতাইয়ের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে জানালার পাশে বসলে ফোন ব্যবহারে সতর্ক থাকুন। নিরাপত্তার জন্য যাত্রা শেষ না হওয়া পর্যন্ত ফোন পকেটে বা ব্যাগে রাখুন।

আত্মরক্ষার সরঞ্জাম সঙ্গে রাখা

প্রয়োজনে আত্মরক্ষার জন্য পিপার স্প্রে, হুইসল বা ছোট সেফটি রড সঙ্গে রাখুন। ফোনের ব্যাটারি ও মোবাইল ডেটা চালু রাখুন, যাতে প্রয়োজনে দ্রুত সাহায্য চাইতে পারেন।

জরুরি নম্বর সংরক্ষণ

স্থানীয় পুলিশ, বাস সার্ভিস হেল্পলাইন ও পরিচিতজনের নম্বর সহজেই পাওয়া যায় এমন জায়গায় রাখুন। জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে কল করুন।

অপরিচিতের দেওয়া খাবার গ্রহণে বিরত থাকা

অনেক সময় যাত্রীরা অপরিচিত ব্যক্তিদের দেওয়া খাবার গ্রহণ করেন, যা বিপজ্জনক হতে পারে। মলম পার্টির সদস্যরা খাবারে চেতনানাশক মিশিয়ে ছিনতাই করতে পারে। নিরাপত্তার জন্য অপরিচিতদের দেওয়া খাবার এড়িয়ে চলুন।

চলন্ত বাসে ভারসাম্য বজায় রাখা

চলন্ত যানবাহনে হঠাৎ উঠে দাঁড়ানো বা নড়াচড়া করা বিপজ্জনক হতে পারে। হাতল বা সাপোর্ট ধরে রাখুন যাতে হঠাৎ ব্রেক করলে পড়ে না যান। বাসের হেলপারকে আপনার গন্তব্য আগেই জানিয়ে রাখুন।

সঠিক সময় নির্ধারণ করে রওনা দেওয়া

সঠিক সময় নির্ধারণ করে রওনা দেওয়ার চেষ্টা করুন, যাতে আপনি খুব দেরিতে না পৌঁছান। 

রাতে বাস বা গণপরিবহনে ভ্রমণের সময় এই সতর্কতাগুলো অনুসরণ করলে আপনি নিরাপদে এবং সুরক্ষিতভাবে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। আরটিভি