News update
  • New Secy-Gen Shirley Botchwey pledges to advance Co’wealth values in divided world     |     
  • C. A. Dr. Yunus’ China Tour Cements Dhaka-Beijing Relations     |     
  • Myanmar quake: Imam's grief for 170 killed as they prayed in Sagaing     |     
  • Eid Tourism outside Dhaka turning increasingly monotonous      |     
  • China visit a ‘major success’ for interim government: Fakhrul     |     

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, বাংলাদেশ কত

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-03-20, 10:35pm

56346346-e7024748b7df15f6ca437fc6121142921742488518.jpg




এবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড। এ নিয়ে টানা অষ্টমবারের মতো দেশটি এই খেতাব অর্জন করল। তবে, এই তালিকায় আগের চেয়ে পাঁচ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। 

বৃহস্পতিবার (২০ মার্চ) ওয়ার্ল্ড হ্যাপিনেস ২০২৫-এর সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ১৪৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪তম। তবে, গত বছর ১৪৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১২৯তম।

ফিনল্যান্ড ছাড়া বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় সেরা দশে যথাক্রমে রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, কোস্টারিকা, নরওয়ে, ইসরায়েল, লুক্সেমবার্গ এবং মেক্সিকো। এরমধ্যে কোস্টারিকা এবারই প্রথম সেরা ১০টি দেশের মধ্যে জায়গা করে নিয়েছে।

এ ছাড়া আবারও বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে স্থান পেয়েছে আফগানিস্তান। তালিকার একেবারে শেষ স্থানে (১৪৭তম) রয়েছে দেশটি। তালিকার ১৪৬তম স্থানে সিয়েরা লিওন, ১৪৫তম স্থানে লেবানন, ১৪৪তম স্থানে মালাউয়ি, ১৪৩তম অবস্থানে জিম্বাবুয়ে, ১৪২তম অবস্থানে বতসোয়ানা, ১৪১তম স্থানে কঙ্গো, ১৪০তম অবস্থানে ইয়েমেন, ১৩৯তম অবস্থানে কমোরোস এবং ১৩৮তম স্থানে রয়েছে লেসোথো।

সবচেয়ে সুখী দেশ নির্ধারণের জন্য ছয়টি সূচক যাচাই করা হয়। সেগুলো হলো মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সহায়তা, সুস্থ জীবনযাপনের প্রত্যাশা, জীবনযাপনের ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, বদান্যতা, দুর্নীতি নিয়ে মনোভাব ইত্যাদি।

উল্লেখ্য, গ্যালাপ, অক্সফোর্ডের ওয়েলবিয়িং রিসার্চ সেন্টার, জাতিসংঘের সাসটেনেবেল ডেভেলপমেন্ট সলিউসন্স নেটওয়ার্ক এবং একটি সম্পাদকীয় বোর্ড ১৪০টিরও বেশি দেশ ও দেশগুলোর মানুষের সম্পর্কে তথ্য সংগ্রহ করে সেগুলোর ওপর ভিত্তি করে এই ‘সুখী দেশের তালিকা’ তৈরি করে। প্রতি বছরের ২০ মার্চই এ প্রতিবেদন প্রকাশ করা হয়।আরটিভি/