News update
  • বঙ্গোপসাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞায় ট্রলার ও জাল মেরামতে ব্যস্ত উপকূলের জেলেরা      |     
  • Israel kills 11 Palestinian in Gaza’s deadliest ceasefire breach     |     
  • Put bank looters on trial; don’t use public money to bail out banks     |     
  • Inferno damages imported goods worth millions at Airport Cargo Village     |     
  • Govt promises quick action if sabotage found behind recent fires     |     

শাহজালালে এক যুগে যত অগ্নিকাণ্ড

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-10-18, 8:36pm

tertew3543-c0686823cd0094badfafbf2ab76e46a41760798185.jpg




রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিমানবন্দরটিতে গত এক যুগে বেশ কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর বিমানবন্দরটির কার্গো সেকশনেই ২০১৩ সালেও একবার আগুন লাগে। যদিও এবারের আগুন বেশি ভয়াবহ আকার ধারণ করেছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শাহজালালের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এক পর্যায়ে আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়ে। পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

সবশেষ তথ্যানুযায়ী, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনীও।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনী।

এক যুগে যত অগ্নিকাণ্ড

জানা যায়, ২০১৩ সালের ৫ এপ্রিল বিমানবন্দরটির কার্গো সেকশনের কুরিয়ার সার্ভিস অংশে একটি গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়।

এদিকে, ২০১৫ সালের ২০ ডিসেম্বর সকালে ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তার দফতরে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লাগে। যদিও এতে কোনো ক্ষতি হয়নি, কারণ আগুনটি সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলা হয়েছিল।

এ ছাড়া ২০১৭ সালের ১১ আগস্ট বিমানবন্দরটির মূল ভবনের ২ নং টার্মিনালের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এয়ার ইন্ডিয়ার একটি অফিস থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছিল ফায়ার সার্ভিস।

এরপর ২০১৮ সালের ১৫ জুলাই সন্ধ্যায় বিমানবন্দরের ১নং টার্মিনালের ইমিগ্রেশন বিভাগের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও ওই অগ্নিকাণ্ডের তীব্রতা ছড়ায়নি।

আর ২০২২ সালের ১৪ ডিসেম্বর বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে দুটি তেলবাহী ট্যাংক লরি আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ফোম ও অন্যান্য উপকরণ ব্যবহার করে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

জনমনে প্রশ্ন, দেশের গুরুত্বপূর্ণ এ বিমানবন্দরে বার বার আগুন লাগার নেপথ্যে কী? আগুন লাগার এমন ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখছেন না অনেকেই। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন, আগুন লাগার ঘটনা দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ।

তদন্ত কমিটির ‘নাটক’ বাদ দিয়ে এর পেছনের কারণ খুঁজে বের করার আহ্বান জানান সারজিস আলম। সময় সংবাদ