News update
  • Paradise lost: Cox’s Bazar tourists shocked by wastes at sea     |     
  • Israel agrees to 60-day truce in Gaza, Hamas must nod: Trump     |     
  • Israel Commits 3,496 Crimes, Killing, Injuring 2,652 Palestinians in 7 Days     |     
  • 50 years of CITES: Shielding wildlife from trade-driven extinction     |     
  • Tarique warns PR system could divide nation, calls for unity     |     

একদিনে প্রায় ৭০০ অভিবাসী চ্যানেল অতিক্রম করার নতুন রেকর্ড

গ্রীণওয়াচ ডেস্ক বিশেষজ্ঞ 2022-08-03, 8:33am

09690000-0a00-0242-dfe6-08da74852593_w408_r1_s-95a307445fb13b3abfc330112a7163e91659494022.jpg




যুক্তরাজ্য সরকার জানিয়েছে এই সপ্তাহে এক দিনে প্রায় ৭০০ অভিবাসী এবং আশ্রয়প্রার্থীর চ্যানেল অতিক্রম করে ব্রিটেনে প্রবেশ করেছে, যা এই বছরের জন্য একটি নতুন রেকর্ড।

সর্বশেষ আগমনগুলি ইঙ্গিত দেয় যে, রুয়ান্ডায় বিপজ্জনক ক্রসিংয়ের চেষ্টাকারীদের নির্বাসিত করার জন্য সরকারের বিতর্কিত নীতি এখন পর্যন্ত তাদের থামাতে ব্যর্থ হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ৬৯৬ জন অভিবাসী ১৪টি ছোট নৌকায় করে এসেছেন, যা ২০২২ সালের মধ্যে দৈনিক সর্বোচ্চ সংখ্যা এবং এ বছর দ্বিতীয়বারের মতো ৬০০ ছাড়িয়ে যাওয়া।

জানা গেছে, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কেন্ট উপকূলের রামসগেটে ছোট শিশুসহ বিপুল সংখ্যক লোককে তীরে আনা হয়, এরপর বাসে করে তাদের প্রক্রিয়াকরণ কেন্দ্রে পাঠান হয়।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে এখন পর্যন্ত ছোট ছোট নৌকায় করে বিশ্বের অন্যতম ব্যস্ততম শিপিং লেন চ্যানেলটি অতিক্রম করে ১৭ হাজারেরও বেশি লোক যুক্তরাজ্যে পৌঁছেছে।

উত্তর ফরাসি উপকূল বরাবর আবহাওয়ার পরিস্থিতি এবং পাহারার উপর নির্ভর করে সারা বছর ধরে এই আসা যাওয়ার সংখ্যা ওঠানামা করে।

এই আগমনকে প্রতিরোধ করার জন্য, ব্রিটেন এই বছরের শুরুতে রুয়ান্ডায় প্রক্রিয়াকরণ এবং স্থায়ী পুনর্বাসনের জন্য একটি নতুন নীতি প্রকাশ করে কিন্তু জুনের মাঝামাঝি সময়ে প্রথম ফ্লাইটটি আইনি জটিলতার কারণে বন্ধ হয়ে যায়। নীতিটি এখনও স্থগিত অবস্থায় রয়েছে।

ব্রিটেন নৌকা পারাপার বন্ধ করতে সাহায্য করার জন্য প্রতি বছর ফ্রান্সকে দশ মিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে, অতিরিক্ত সমুদ্র সৈকতে টহল এবং নাইট-ভিশন গগলসের মতো সরঞ্জামও এর মধ্যে রয়েছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।