News update
  • Kitagawa, Robson and Yaghi win Nobel Prize in chemistry      |     
  • Bangladesh stocks extend losses for third day amid low turnover     |     
  • Landslide in north India hits bus, kills at least 15 people     |     
  • C’nawabganj’s betel leaf don’t fetch fair price for farmers     |     
  • Bhutan’s Tala Dam Overtopped after unprecedented rainfall     |     

কমছে আকরিক লোহার দাম

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2023-07-07, 8:02am

resize-350x230x0x0-image-230549-1688666054-5aee84c0e8c66d92d1b0e0a9f03508631688695350.jpg




আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম আরও কমছে। বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক চীন। দেশটির ইস্পাত তৈরির মূল কেন্দ্র তাংশানে ‘বায়ুদূষণ’ বেড়েছে। ফলে সেখানে বাতাসের গুণগত মান উন্নয়নে স্থানীয় মিলগুলোকে উৎপাদন কমানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এতে ইস্পাত তৈরির প্রধান উপকরণ আকরিক লোহার চাহিদা হ্রাস পেতে পারে। ফলে বুধবার (৫ জুলাই) গুরুত্বপূর্ণ ধাতুটির সরবরাহ মূল্য কমেছে। আগের কার্যদিবসেও (মঙ্গলবার) কমেছিল।

একই কর্মদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগামী আগস্টের আকরিক লোহার সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। মেট্রিক টনপ্রতি দর স্থির হয়েছে ১০৭ ডলার ৯৫ সেন্টে।

বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক চীন। তাংশানে উৎপাদন কমায় দেশটিতে লৌহ আকরিকের চাহিদা কমবে। শক্ত ধাতুটির দরপতনের যা অন্যতম কারণ।

এ ছাড়া আকরিক লোহা রপ্তানি বাড়িয়েছে বৃহৎ উৎপাদক অস্ট্রেলিয়া ও ব্রাজিল। ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বেড়েছে। স্বাভাবিকভাবেই কঠিন ধাতুটির দাম পড়েছে।

অবশ্য ক্রেতাদের উদ্দেশে লেখা নোটে ইতিবাচক কথা জানিয়েছে পরামর্শক প্রতিষ্ঠান মাইস্টিল। তারা বলছে, চলতি মাসে সম্পত্তি খাতে বিশেষ অর্থনৈতিক প্রণোদনা ঘোষণা করতে পারে চীনা সরকার। এতে আকরিক লোহার বাজার ঊর্ধ্বমুখী হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।