News update
  • UN Security Council condemns Jammu and Kashmir terror attack     |     
  • 250,000 mourners pay last respects to Pope Francis in 3 days      |     
  • US Restructuring Plan May Include World Bank, IMF & UN Agencies     |     
  • AL-BNP clash leaves over 50 injured in Habiganj     |     
  • Bangladeshi youth injured in BSF firing along Akhaura border     |     

শিল্পপতি নুরুল ইসলাম বাবুল'র চতুর্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত

ব্যবসায় 2024-07-13, 11:38pm

meeting-held-at-kalapara-press-club-in-memory-of-businessman-nurul-islam-moni-on-saturday-ea00148710e8aa6d320b9440482ed6151720892335.jpg

Meeting held at Kalapara Press Club in memory of businessman Nurul Islam Babul on Saturday.



পটুয়াখালী: যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুল'র চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 

প্রেসক্লাব সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু'র সঞ্চালনায় ও যুগান্তর প্রতিনিধি অমল মুখার্জী'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাবেক সভাপতি শামসুল আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সম্পাদক মোহসীন পারভেজ, সাংবাদিক গোফরান পলাশ, চঞ্চল সাহা, জসিম পারভেজ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি রাসেল কবির মুরাদ, রিপোর্টার্স ক্লাবের সাবেক সম্পাদক রাসেল মোল্লা প্রমূখ।

পরে প্রয়াত নুরুল ইসলাম বাবুল'র বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আসাদুজ্জামান ইউসুফ।

এর আগে শিল্পপতি নুরুল ইসলাম বাবুল'র আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। - গোফরান পলাশ