News update
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     

আসছে দারাজ ১১.১১, সবচেয়ে কম মূল্যে কিনুন প্রয়োজনীয় সবকিছু!

আগামী ১১ নভেম্বর মধ্যরাত থেকে শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে এই ১১.১১ ক্যাম্পেইন।

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2024-11-05, 8:54pm

fgfgfdgrter-921b5b8e8669c38574fbf8a0e49d31241730818457.jpg




আবারও শুরু হতে যাচ্ছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত ক্যাম্পেইন দারাজ ১১.১১। টানা ৭ম বারের মতো দেশের সবচেয়ে বড় এই সেলের আয়োজন করছে অনলাইন মার্কেটপ্লেসটি। আগামী ১১ নভেম্বর মধ্যরাত থেকে শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে এই ১১.১১ ক্যাম্পেইন।

এ বছর ১১.১১ ক্যাম্পেইন হবে আরও বেশি আকর্ষণীয় এবং স্মরণীয় একটি ইভেন্ট; যেখানে গ্রাহকদের মেগা এক্সপেরিয়েন্স দিতে থাকছে ৫০ কোটি টাকার ভাউচার, ফ্রি ডেলিভারি এবং ফ্ল্যাশ সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। ফলে ক্রেতারা কেনার আনন্দের পাশাপাশি পাবেন টাকা বাঁচানোর সুযোগ।

দারাজ ১১.১১ ক্যাম্পেইনে পাওয়া যাবে বিস্তৃত পরিসরে বিভিন্ন পণ্য। ফ্যাশন ও লাইফস্টাইল, ইলেকট্রনিক্স, স্বাস্থ্য ও সৌন্দর্য এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সহ অন্যান্য বিভিন্ন ক্যাটাগরির পণ্য পাওয়া যাবে এবারের আয়োজনে। এতে অংশগ্রহণ করছে অসংখ্য জনপ্রিয় ব্র্যান্ড। ১১.১১ ক্যাম্পেইনের পার্টনার ব্র্যান্ডগুলো তাদের নতুন কালেকশন এবং এক্সক্লুসিভ পণ্য প্রদর্শন করবে। এর মধ্যে রয়েছে ম্যারিকো, মিনিস্টার হিউম্যান কেয়ার, টেকনো লাইফ, বেসাস, হায়ার, লোটো, বাটা, আরবি, ট্রান্সসেন্ড, ইউনিলিভার, নেসলে এবং আরও অনেক ব্র্যান্ড। এসব ব্র্যান্ড থেকে নিজের প্রয়োজন অনুযায়ী আপনিও কিনতে পারবেন পছন্দের পণ্যটি।

অপরদিকে গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় করতে, ব্র্যান্ড ফ্ল্যাশ সেলের সঙ্গে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং ২০০টি উচ্চমূল্যের আইটেম, যেমন –হোম অ্যাপ্লায়েন্সেস, আসবাবপত্র ও মোবাইলের ক্ষেত্রে কিলার ডিল। গ্রাহকরা ১১ নভেম্বর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে (রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত) পণ্য কেনার সময় এক্সক্লুসিভ ১১ শতাংশ ডিসকাউন্ট ভাউচার এবং অবিশ্বাস্য ডিল (১১, ১১১, ১১১১, ১১১১১ টাকা) উপভোগ করতে পারবেন।

১১.১১ ক্যাম্পেইনে ক্যাশলেস লেনদেনের সুযোগ তৈরি করার লক্ষ্যে বেশ কয়েকটি জনপ্রিয় পেমেন্ট পার্টনারের সঙ্গে কাজ করেছে দারাজ, ফলে মেগা এক্সপেরিয়েন্সে যোগ হবে নতুন মাত্রা। গ্রাহকরা ক্যাশ অন ডেলিভারি সুবিধার পাশাপাশি বিকাশ ও নগদ-এর মতো অন্যান্য সুবিধাজনক পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে পণ্য কিনতে পারবেন। এছাড়া, ০% ইন্টারেস্টে ৬ মাসের ইএমআই সুবিধা নিয়েও পছন্দের পণ্য কিনতে পারবেন তারা।

১১.১১ ক্যাম্পেইনটি সবার জন্য আরও সাশ্রয়ী ও উপভোগ্য করে তুলতে দারাজের সঙ্গে কাজ করছে বেশ কিছু ব্যাংক। ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, কমিউনিটি ব্যাংক, ইবিএল জিপ এবং এসসিবি ইন্সটাবাইস এর মধ্যে অন্যতম।

দারাজ বাংলাদেশের হেড অফ জেনারেল অপারেশনস সুমাইয়া রহমান বলেন, “এ বছরের দারাজ ১১.১১ ক্যাম্পেইনে গ্রাহকরা সর্বনিম্ন বাজার মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবেন। এফএমসিজি থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ১ লাখ ৫০ হাজার হট ডিল অফার থাকছে গ্রাহকদের জন্য। এছাড়াও তাদের মেগা এক্সপেরিয়েন্স দিতে, ‘বাই মোর, সেভ মোর’ এবং ‘অ্যানি থ্রি চয়েস আইটেমস’ -এর মতো গ্রাহক-বান্ধব অফার থাকছে। ফলে টাকা বাঁচানোর সাথে সাথে ক্রেতারা নিজেদের প্রয়োজনীয় সকল পণ্য কেনার সুযোগ পাবেন। ক্যাম্পেইনটি প্রতিটি গ্রাহকের জন্য অতুলনীয় অভিজ্ঞতা নিশ্চিত করবে৷”  

দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো বলেন, “দারাজের ১১.১১ ক্যাম্পেইন হাজার হাজার বিক্রেতার জন্য একটি বড় প্লাটফর্ম হিসেবে কাজ করে, যা উদ্যোক্তাদের (বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা) সারা দেশের গ্রাহকদের কাছে পৌঁছাতে সহায়ক ভূমিকা রাখে। এফিলিয়েট দের জন্য এটি একটি উল্লেখযোগ্য আয়ের উৎসও তৈরি করেছে, ফলে ই-কমার্স ইকো-সিস্টেমের বাইরের অংশীদাররাও উপকৃত হবেন। এবারের আয়োজনে অন্য বছরের চেয়ে বেশি অফার থাকছে; গ্রাহকরা বছরের সেরা অফার উপভোগ করতে পারবেন, পাশাপাশি দেশি উদ্যোগ এবং উদ্যোক্তাদের সমর্থন করার সুযোগ পাবেন।”  

তো, তাহলে আর দেরি কিসের? আপনার প্রয়োজন অনুযায়ী প্লান করে এখনই ১১.১১ ক্যাম্পেইন মাথায় রেখে আপনার দারাজ কার্টে পণ্য যোগ করা শুরু করুন। কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে!