News update
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     
  • Revenue earnings shortfall widens in October     |     

অর্থবছরের প্রথম সপ্তাহে দেশে এলো ৬৬ কোটি ডলার রেমিট্যান্স

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2025-07-09, 5:35am

547ed5101fe2d9d3c0c038a9c93713c9bcb5e7c5c80714e6-f9d881ad5b53489957b928f1384076601752017730.jpg




চলতি মাসের প্রথম ৭ দিনে দেশে এসেছে ৬৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) যার পরিমাণ ৮ হাজার ১৯২ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি জুলাইয়ের প্রথম ৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৬ কোটি ৬০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৫৩ কোটি ১০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৫.৩৮ শতাংশ।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।