News update
  • CA urges united efforts to stop food contamination voicing concern     |     
  • Tarique obliquely slams Jamaat for ‘propaganda’ against BNP echoing AL     |     
  • Medical team hopeful about Khaleda’s recovery in Bangladesh     |     
  • Beanibazar green cover shrinks, migratory birds disappear     |     
  • অতিথি পাখির বিচরণ আর দুষ্টুমিতে নান্দনিক হয়ে উঠেছে কুয়াকাটার চর বিজয়      |     

বাংলাক্রাফট-এর (২০২৫-২০২৭) নির্বাচনে মোঃ বেলাল হোসেন সভাপতি নির্বাচিত

ব্যবসায় 2025-10-18, 11:22pm

md-7dd6df8cf50478d2dc37bd3a842c8be91760808147.jpg

Md. Belal Hossain



বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট)-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব মোঃ বেলাল হোসেন। গত ১৬ অক্টোবর বাংলাক্রাফটের প্রশাসক জনাব শরীফ মোস্তাফিজুর রহমান, উপ-সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্বভার অর্পণ করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নতুন কমিটি আগামী দুই বছর (২০২৫-২০২৭) বাংলাক্রাফটের পরিচালনার দায়িত্বে থাকবেন। জেষ্ঠ সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী শাহাবউদ্দীন, সহ-সভাপতি মোজাম্মেল হক এবং কোষাধ্যক্ষ মোঃ জুল হোসেন জনি।

জনাব বেলাল হোসেন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা ও রপ্তানিকারক। তিনি প্রায় ৩৪ বছর ধরে বাংলাদেশের রপ্তানি খাতে সক্রিয়ভাবে জড়িত আছেন। ১৯৯৯ সালে তার হাতে গড়া প্রতিষ্ঠান “বিডি ক্রিয়েশন”-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বর্তমানে তিনি দায়িত্বরত রয়েছেন।

তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে কয়েক বছর জাতীয় রপ্তানি পদক অর্জন করেছে, যার মধ্যে চারবার জাতীয় রপ্তানি স্বর্ণ পদক (২০০২, ২০০৩, ২০০৪, ২০০৫) এছাড়াও বেশ কয়েকবার রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।

১৯৭৯ সালে প্রতিষ্ঠিত বাংলাক্রাফট বাংলাদেশের হস্তশিল্প খাতের প্রাচীন ও প্রধানতম প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান। এটি একটি অলাভজনক বাণিজ্যিক সমিতি যা হস্তশিল্পের উন্নয়ন, বিপণন ও রপ্তানিতে কাজ করে যাচ্ছে। বর্তমানে সমিতির সারাদেশে পাঁচ শতাধিক সদস্য প্রতিষ্ঠান রয়েছে। - প্রেস বিজ্ঞপ্তি