News update
  • Dhaka air unhealthy for sensitive groups Saturday morning     |     
  • North Korea conducts a test on 'super-large warhead': KCNA     |     
  • 'Bombing' hits Iraq military base: security sources     |     
  • G7 countries for promoting Free, Open Indo-Pacific     |     
  • Create conditions for Rohingya Repatriation: G7 countries     |     

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা জারি

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2023-03-06, 7:04am

resize-350x230x0x0-image-214687-1678060577-87181c2a48232369e6e2b8fecf4487631678064670.jpg




বাংলাদেশ ব্যাংকের ওয়েব পোর্টালে দেশের ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের শাখার হালনাগাদ তথ্য আপলোড করতে নির্দেশনা জারি করা হয়েছে। পাঁচ দিনের মধ্যে হার্ড কপি আকারে তথ্য কেন্দ্রীয় ব্যাংকে দাখিল করতে হবে।

রোববার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দিয়েছে।

এদিন কেন্দ্রীয় ব্যাংকের ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

ইতোমধ্যে দেশের সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ইন্টিগ্রেটেড সুপারভিশন সিস্টেমে (আইএসএস) রিপোর্টিং নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ওয়েব পোর্টালে ব্যাংকগুলোকে শাখার হালনাগাদ তথ্য আপলোড করতে হবে। পরবর্তী পাঁচ দিনের মধ্যে তা কেন্দ্রীয় ব্যাংকের ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দাখিল করতে হবে।

এতে উল্লেখ করা হয়, অবিলম্বে এ নির্দেশনা কার্যকর হবে। বাণিজ্যিক ব্যাংকগুলোতে জাল জালিয়াতি বন্ধে সব শাখায় অনলাইনে তদারকি জোরদার করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।  তথ্য সূত্র আরটিভি নিউজ।