News update
  • Rangpur’s 550km roads turn hazardous amid years of neglect     |     
  • BNP backs fair trials for army members accused of wrongdoing     |     
  • Afghanistan thrash Bangladesh to clinch ODI series     |     
  • Palestinians return to ruins and US expects hostages freed on Monday      |     
  • Bangladesh Army takes 15 officers into custody     |     

এক পরিবারে তিনজনের বেশি ব্যাংক পরিচালক নয়

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2023-03-28, 5:52pm

resize-350x230x0x0-image-217563-1679997482-fe18ba9449f455fc872e2917d772a61c1680004376.jpg




এক পরিবার থেকে তিনজনের বেশি ব্যাংক পরিচালক হতে পারবে না—এমন বিধান রেখে ‘ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার (২৮ মার্চ) মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান।

তিনি বলেন, এক পরিবার থেকে চারজন পরিচালক থাকতে পারেন। এটা পরিবর্তন করে এখন সর্বোচ্চ তিনজন করা হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।