News update
  • Unified Action Must to Revive Bangladesh’s Ailing Rivers: Rizwana     |     
  • France welcomes Foundation for Strategic & Development Study     |     
  • Countrywide combined night police patrols begin: Adviser     |     
  • Miscreants Launch Attack on Air Force Base in Cox's Bazar: ISPR     |     
  • Munshiganj General Hospital catches fire; no injury reported     |     

মানি লন্ডারিং ৯০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হয়েছে : গভর্নর

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2024-03-02, 7:02am

spip90-9wr-6e53eb7b4bb49549e21b520a0c789d981709341346.jpg




দেশে বাণিজ্য ভিত্তিক মানি লন্ডারিং ৯০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

শুক্রবার (১ মার্চ) সকালে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে ‘ব্যাংকসমূহের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

‘গত ২ বছরে দেশের ব্যাংকিং সংস্কৃতিতে বড় পরিবর্তন এসেছে এবং প্রতিদিন ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার এলসি খোলা হয়েছে’ উল্লেখ করে গভর্নর বলেন, প্রতিদিন এসব এলসি নজরদারি করা হচ্ছে। অর্থ পাচার করা হচ্ছে কিনা সেটি দেখা হচ্ছে। সম্প্রতি ওভার ইনভয়েসিং খুব একটা পাওয়া যায় না। এলসি খোলার সময় সন্দেহজনক ওভার ইনভয়েসিং হলে কাস্টমসের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক একসঙ্গে কাজ করছে। ওভার ইনভয়েসিং করে অর্থপাচার ধীরে ধীরে ইতিহাসে পরিণত হবে বলেও মন্তব্য করেন গভর্নর।

এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘গত দুই বছরে ব্যাংকিং কালচারে বড় পরিবর্তন এসেছে। টাকা পাচার হচ্ছে কিনা তার ওপর বাড়ানো হয়েছে নজরদারি। এলসি খোলা কঠিন হয়ে গেছে, এতে করে টাকা পাচার অত সহজ হচ্ছে না।’

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী আলোচনায় আব্দুর রউফ তালুকদার আরও বলেন, ‘সন্দেহজনক এলসি দ্রুত কাস্টমসে পাঠানো হয়। এনবিআর ও বাংলাদেশ ব্যাংক একসঙ্গে মানি লন্ডারিং বন্ধে কাজ করছে।’

সম্মেলনে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাগণসহ বাংলাদেশে কার্যরত ৬১টি ব্যাংকের প্রধান ও উপ-প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  তথ্য সূত্র আরটিভি নিউজ।