News update
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • Sudan war becomes more deadly: Ethnically motivated attacks up     |     
  • Dhaka's RMG exports reach $38.48 bn in 2024: New markets up     |     
  • Bangladesh’s GDP Growth to Decline to 4.1% in FY25: WB     |     

সোনালী ব্যাংক ও পিকেএসএফে নতুন চেয়ারম্যান নিয়োগ

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2024-08-29, 3:35pm

retreter-7628709bfac3dd91dc4ce54b1c1c824f1724924146.jpg




সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২৮ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী তিন বছরের জন্য তারা এ ব্যাংক ও সংস্থায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) ও সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর বিধান অনুসারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে তিনি এ কাজে যোগ দেবেন।

নতুন চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মুসলিম চৌধুরীর নিয়োগের আদেশের কপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।

এর আগে সরকার পরিবর্তনের পরে ২০ আগস্ট পদত্যাগ করেন ব্যাংকটির সদ্য সাবেক চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দকী। জিয়াউল হাসান ২০১৯ সালে প্রথম সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। ২০২২ সালের আগস্টে তাকে পুনর্নিয়োগ দেয়া হয়। তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। মাঝখানে কিছু সময় তিনি বেক্সিমকো গ্রুপের উপদেষ্টাও ছিলেন।

এর আগে গত ২০ আগস্ট কর্মকর্তা–কর্মচারীদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন ব্যাংকটির চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দকী। এর আগের দিন পদত্যাগে দাবিতে তাকে সোনালী ব্যাংকে অবরুদ্ধ করে রাখেন কর্মকর্তা–কর্মচারীরা। একটি শিল্প গ্রুপের সঙ্গে বিশেষ সখ্যতার জেরে তাকে সোনালী ব্যাংকের চেয়ারম্যান করা হয় বলে গুঞ্জন ছিল।

এদিকে সরকারের সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। আগামী তিন বছরের জন্য তিনি সংস্থাটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন। এর আগে ১৩ আগস্ট অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শেখ আব্দুর রশীদকে পিকেএসএফের চেয়ারম্যান নিয়োগ দিয়েছিল সরকার। পরে তাকে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে নিয়োগ দেয়া হয়। সময় সংবাদ