News update
  • Storm Alert Issued for Dhaka and Eight Other Regions     |     
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     

ব্যাংক লুটেরা আর প্রশ্রয় পাবে না

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2024-09-12, 6:25pm

biebir_ceyyaarmyaan_aabdul_haai_srkaar-83b32f70891d365b644383c1ca06b5d81726143952.jpg




ব্যাংক লুটেরা আর প্রশ্রয় পাবে না। তারা সামনে এমন কোন কিছু করার সুযোগও পাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষ কেন্দ্রীয় ব্যাংকের ভবনের নিচে তিনি এ কথা বলেন।

ব্যাংক খাতের সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আবদুল হাই সরকার বলেন, ব্যাংক খাতের অসুবিধা নিয়ে আজকে গভর্নরের সঙ্গে কথা হয়েছে। একইসঙ্গে সুবিধাগুলোর নিয়েও কথা হয়েছে। আমাদের সব আলোচনা গভর্নর মনযোগ দিয়ে শুনেছেন। তিনি বলেছেন, ব্যাংক খাতের সংস্কার কাজ করছে। এনিয়ে সংশ্লিষ্ট সবার সাথে বসবেন। তখন বিস্তারিত আলোচনা করবেন। 

ইতোমধ্যে ব্যাংক ও দেশের অনেক ক্ষতি হয়েছে জানিয়ে বিএবি চেয়ারম্যান বলেন, এমনিতেই আমাদের ছোট দেশ। ব্যাংক লুটেরা অনেক ক্ষতি করছে। তারা সামনে আর প্রশ্রয় পাবে না। আশা করছি, আগামীতে তারা এমন কোন কিছু করার সুযোগও পাবে না। তিনি আরও বলেন, এতো বড় ক্ষতি থেকে বেড়িয়ে আসতে সামনে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এই কাজে মিডিয়ার সহায়তা প্রয়োজন। যাতে সুন্দরভাবে একসঙ্গে কাজ করে সামনের দিকে ব্যাংক খাতকে এগিয়ে নেওয়া যায়। 

ব্যাংক সংস্কার চাইলে গঠিত টাস্কফোর্সকে ব্যাংকারদের নিয়ে কাজ করতে হবে মন্তব্য করে আব্দুল হাই সরকার বলেন, আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একসঙ্গে কাজ করবে বিএবি, যাতে ব্যাংক খাতের সুদিন ফিরে। একইসঙ্গে এই খাতের সুন্দর পরিবেশসহ শৃঙ্খলা ফিরে আসে। তথ্য সূত্র আরটিভি নিউজ।