News update
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     
  • Bangladesh Urges Pakistan to Apologise for 1971 Atrocities     |     
  • IMF Continues Talks with Bangladesh for Loan Deal     |     

ব্যাংক একীভূতকরণ নিয়ে যা জানালেন গভর্নর

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2024-09-23, 8:39pm

uiyuuuyuiyu-e2e940ce11dd3c2e31f6e0481d1ea9a91727102351.jpg




বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. অহসান এইচ মনসুর বলেছেন, ‘ছোট ব্যাংকগুলোকে একীভূত করা হতে পারে। তবে পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সোমবার (২৩ সেপ্টেম্বর) ব্যাংক খাতের সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. অহসান এইচ মনসুর বলেন, ‘নামে-বেনামে যেসব টাকা বেরিয়ে গেছে তা বিশ্লেষণ করে দেখা হবে টাস্কফোর্সের মাধ্যমে। ছোট ব্যাংকগুলোকে একীভূত করা হতে পারে। তবে পরিস্থিতির আলোকে ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি বলেন, ‘সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। এ জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবং বিনিময় হার স্থিতিশীল করতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক।’

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে ব্যাংক একীভূতকরণ-সংক্রান্ত নীতমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। দুর্বল অবস্থায় থাকা ব্যাংকগুলো নিজ থেকে একীভূত না হলে বাধ্যতামূলকভাবে একীভূত করা হবে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১টি ব্যাংকের পর্ষদ পুনর্গঠনও করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আরটিভি