News update
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     

বাংলাদেশ ব্যাংককে ঋণ দিতে বিশ্বব্যাংকের ৪ শর্ত

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2024-09-29, 10:02pm

etwrw43-349952ce1c4ff94f9726774b8a3f3a521727625746.jpg




বাংলাদেশ ব্যাংকে নীতি সহায়তার জন্য ১ বিলিয়ন ডলার ঋণ দিতে চারটি শর্ত দিয়েছে বিশ্বব্যাংক।

রোববার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানায় বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা।

তিনি বলেন, বিশ্বব্যাংক থেকে নীতি সহায়তার জন্য ১ বিলিয়ন ডলার ঋণ পেতে হলে চারটি শর্ত পালন করতে হবে বাংলাদেশ ব্যাংকে। এর মধ্যে, প্রথম শর্ত বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকের শেয়ার হোল্ডার ও সুবিধাভোগীদের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করতে হবে বাংলাদেশ ব্যাংকে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী খেলাপি দিনের সংজ্ঞা তৈরি করতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে। ব্যাংকগুলোতে শৃঙ্খলা ফেরাতে ও সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংকে আলাদা সুনির্দিষ্ট বিভাগ তৈরি করতে হবে। ব্যাংকগুলোর সম্পদের মান প্রতিষ্ঠানের কার্যপরিধি ঠিক করে প্রকাশ করতে হবে। এ শর্তগুলো পূরণ করতে পারলে আগামী ডিসেম্বরে ১ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাওয়া যাবে।আরটিভি