News update
  • ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর পরিচালনা পরিষদের ১৭তম সভা অনুষ্ঠিত     |     
  • Tens of millions at risk of hunger as funding crisis spirals     |     
  • Yunus Urges Trump to Delay New Tariffs by Three Months     |     
  • Bangladesh Erupts in Nationwide Protests for Gaza Solidarity     |     
  • Trump’s Tariffs Put 1,000 Bangladeshi Exporters at Risk     |     

চৈত্র সংক্রান্তিতে ৩ জেলায় বন্ধ থাকবে ব্যাংক

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2025-04-07, 11:03pm

9554c8adda7ad3412d76e7a1dac0ebbffeb26fda1279cd20-bcd52132d5da43564aee832c88a50c6b1744045388.png




দেশের তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা আগামী ১৩ এপ্রিল বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৭ মার্চের প্রজ্ঞাপন অনুযায়ী আগমাী ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের তিনটি পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলাগুলোতে অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা ১৩ এপ্রিল বন্ধ থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। যা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের  প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।