News update
  • US Issues Travel Alert for Bangladesh Ahead of Election     |     
  • Air ambulance carrying bullet-hit Hadi flies for Singapore     |     
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     

১৫ বছরে সব খাত নষ্ট করা হয়েছে, বাদ যায়নি মানুষও: অর্থ উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2025-08-04, 9:04pm

55ddb4109c46767bf207bc5fdebca3b3e17d66650207fa84-193b28c618d8a75c3fb86f3a582fae2e1754319874.png




অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিগত ১৫ বছরে সব খাত নষ্ট করা হয়েছে, বাদ যায়নি মানুষও। যদিও সংস্কার করার চেষ্টা করা হচ্ছে, তবে ভালো মানুষ পাওয়া মুশকিল।

সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমরা আর্থিক খাতের সমস্যা জানি, তবে একা সমাধান করা সম্ভব না। কাজ করতে হবে সবাই মিলে। বাংলাদেশ ব্যাংক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যাবে যাতে অন্যান্য খাত দেখে শিখতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, আমরা চেষ্টা করছি আর্থিক খাত যাতে ঘুরে দাঁড়ায়। সেই সাথে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চেষ্টা করছি। সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হলে আর্থিক খাতে বুনিয়াদি পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, দেশের আর্থিক খাতকে এমন একটা অবস্থায় নিয়ে যেতে চাই যেন আগের অবস্থার পুনরাবৃত্তি না হয়। এটা শুধু চেষ্টা নয় প্রতিজ্ঞা।

ব্যাংক কোম্পানি আইনের মাধ্যমে আর্থিক খাতের উন্নয়ন সাধিত হবে জানিয়ে তিনি বলেন, ব্যাংকিং খাতে গুণগত পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। যেন আমানতকারীদের স্বার্থ রক্ষা হয়। ৫ আগস্টের স্বপ্ন যেন আর্থিক খাত থেকে পূরণ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকসহ ১১টি তফসিলি ব্যাংক ৮৪৬টি জুলাই শহীদ পরিবারকে ২ লাখ টাকা করে অর্থ সহায়তা দেবে বলে ঘোষণা দেয়া হয়।