News update
  • CA urges united efforts to stop food contamination voicing concern     |     
  • Tarique obliquely slams Jamaat for ‘propaganda’ against BNP echoing AL     |     
  • Medical team hopeful about Khaleda’s recovery in Bangladesh     |     
  • Beanibazar green cover shrinks, migratory birds disappear     |     
  • অতিথি পাখির বিচরণ আর দুষ্টুমিতে নান্দনিক হয়ে উঠেছে কুয়াকাটার চর বিজয়      |     

প্রাইজবন্ডের ‘ড্র’ রোববার

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2025-11-01, 11:41am

ewrweqwqewq-6318904dce5d210b80248f7a262627421761975670.jpg




১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ড্র আগামীকাল রোববার (২ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ ড্র অনুষ্ঠিত হবে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাইজবন্ডের ‘ড্র’ সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে অনুষ্ঠিত হয়ে থাকে এবং প্রতিটি সিরিজে মোট ৪৬টি পুরস্কার দেওয়া হয়।

পুরস্কারের মধ্যে রয়েছে-

প্রথম পুরস্কার ১টি (৬,০০,০০০ টাকা), দ্বিতীয় পুরস্কার ১টি (৩,২৫,০০০ টাকা), তৃতীয় পুরস্কার ২টি (১,০০,০০০ টাকা করে), চতুর্থ পুরস্কার ২টি (৫০,০০০ টাকা করে), পঞ্চম পুরস্কার ৪০টি (১০,০০০ টাকা করে)।

জানা গেছে, ড্রয়ের নির্ধারিত তারিখ থেকে ৬০ দিন আগে পর্যন্ত যেসব প্রাইজবন্ড বিক্রি হয়েছে, সেগুলোই এই ড্রয়ের আওতায় আসবে (বিক্রির তারিখ ধরে, তবে ড্রয়ের দিন বাদ দিয়ে)।

পুরস্কারপ্রাপ্ত অর্থের ওপর প্রযোজ্য করের বিষয়ে জানানো হয়েছে যে, আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারার নির্দেশনা অনুযায়ী, প্রাইজবন্ডে পুরস্কারপ্রাপ্ত অর্থের ওপর ২০ শতাংশ হারে উৎসে কর কাটা হয়।

ড্রয়ের ফল আগামী সোমবার (৩ নভেম্বর) জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

উল্লেখ্য, প্রতি বছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই এবং ৩১ অক্টোবর প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠানের নির্ধারিত তারিখ। তবে নির্ধারিত দিনটি যদি কোনো সরকারি ছুটির দিন হয়, তাহলে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়ে থাকে।