News update
  • Gaza Begins Mass Cleanup to Restore Dignity and Normal Life     |     
  • BNP weighing review of some nominations amid grassroots unrest     |     
  • US presses for Gaza resolution as Russia offers rival proposal     |     
  • 35 crude bombs, bomb-making materials found in Geneva Camp     |     
  • 8 Islamic parties want referendum before polls, neutral admin     |     

দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে: অর্থ উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2025-11-17, 7:26am

28599a7fefcd4d832ad8f4df7a5258f54fbb988b55a840fd-23cad637dee4ac17f2c648f1b75fe9951763342790.jpg




দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে। দেশের রিজার্ভ, রেমিট্যান্স এবং রফতানি বেড়েছে এবং এই অর্থনৈতিক অগ্রগতির স্বীকৃতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) দিয়েছে।

অর্থ উপদেষ্টা দেশের অর্থনৈতিক সূচকের উন্নতি তুলে ধরে বলেন, মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমে এসেছে। একসময় মূল্যস্ফীতি ১৪ শতাংশ থাকলেও বর্তমানে তা কমে ৮ শতাংশে নেমেছে।

এই পরিস্থিতিতে যারা বলছেন যে অর্থনীতিতে কিছুই হয়নি, তাদের বক্তব্য সঠিক নয় বলেও তিনি মন্তব্য করেন। ড. সালেহউদ্দিন জোর দিয়ে বলেন, নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে এবং আর্থিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন নিশ্চিত করাও জরুরি।

এদিকে, একই অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য প্রিন্ট, টিভি ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অর্থ উপদেষ্টা।