News update
  • Hurricane Melissa: UN Appeals $74M to Aid 2.2M in Cuba     |     
  • Doha Summit Stresses Urgent Investment in People and Peace     |     
  • Sand syndicates tighten grip on Bangladesh's northern region     |     
  • Prof Yunus orders security forces to hunt down Ctg attackers      |     
  • IU suspends 3 students for assaulting journos, warns 9 others     |     

গ্রীণওয়াচ ঢাকা আবার দেশে চালু

গ্রীণওয়াচ ডেস্ক মতামত 2024-07-23, 10:28pm

rryeryery-0d36d61ef155e579328444387ffbc33d1721752139.jpg




দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় ১৯ জুলাই থেকে গ্রীণওয়াচ ঢাকায় (গ্রীণওয়াচ বিডি ডটকম) আমরা কোনো লেখা প্রকাশ করতে পারিনি। এ কারণে দেশ-বিদেশের পাঠকেরা অনলাইনে কোনো ধরনের সংবাদ পড়তে পারেননি। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

সরকারের নির্দেশে সীমিত আকারে ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। ফলে এখন থেকে আমরা নিয়মিতভাবে সর্বশেষ সংবাদ প্রকাশ করব। 

সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ ও তথ্য পেতে আশা করি পাঠকেরা গ্রীণওয়াচ এর সঙ্গেই থাকবেন।