News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

জিরো পয়েন্টে হামলায় জড়িতদের জবাবদিহির আওতায় আনার আহ্বান অ্যামনেস্টির

গ্রীণওয়াচ ডেস্ক মানবাধিকার 2024-11-13, 7:42pm

tfytyery-d89ee13095269fb2dfac56ee1ce8cf8a1731505339.jpg




রাজধানীর জিরো পয়েন্টে গত রোববার আওয়ামী লীগের সমর্থক ভেবে কয়েকজন ব্যক্তির ওপর হামলার ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

মঙ্গলবার (১২ নভেম্বর) অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি তাদের ওই বিবৃতিতে বলেছে, রাজধানীর জিরো পয়েন্টে গত রোববার আওয়ামী লীগের অংশ ভেবে কিছু ব্যক্তির ওপর হামলার ঘটনায় বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের ওপর আক্রমণ করাটা তাদের মতপ্রকাশের স্বাধীনতা ও সভা-সমিতি-সংগঠন করার অধিকারের লঙ্ঘন। কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক-সংশ্লিষ্টতা নির্বিশেষে সব মানুষের এই অধিকারগুলো রক্ষা ও প্রতিপালনে পদক্ষেপ নিতে হবে।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচিতে সাড়া দিয়ে রাজধানীর গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে মারধরের শিকার হন কয়েকজন সমর্থক। সেইসঙ্গে কয়েকজনকে ধরে নিয়ে যায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন সকাল থেকেই আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির শতাধিক নেতাকর্মী অবস্থান নেন। এ সময় সেখানে এসে কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দিলে তাদেরকে মারধর করেন অবস্থানকারীরা। মারধরের পর তাদের কয়েকজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন তারা। পরে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

আগের দিন শনিবার (৯ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায় বাংলাদেশ আওয়ামী লীগ। পোস্টে বলা হয়, শহীদ নূর হোসেনের স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিল করা হবে।

তাদেরকে প্রতিহত করতে একই দিনে ওই স্থানে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই মোতাবেক শনিবার রাত থেকেই জিরো পয়েন্টের পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় চত্বর দখলে নেন তারা। রোববার সকালে সেখানে যোগ দেন বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরাও। আরটিভি