News update
  • Global Heatwave Persists as April Nears Record Temperatures     |     
  • Guterres welcomes India-Pakistan ceasefire     |     
  • China now favourite higher edu destination for BD students      |     
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Sunday morning     |     
  • CA Prof Yunus lauds Modi, Sharif for ceasefire     |     

ইরানের নার্গিস মোহাম্মদির নিঃশর্ত মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের

গ্রীণওয়াচ ডেস্ক মানবাধিকার 2024-12-07, 8:20am

iraaner_nobeljyyii-181bb146288ae8d33a651f17dc825f401733538043.jpg




ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে নিঃশর্ত মুক্তি দেয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার বলেছে, তাকে কখনোই কারাদণ্ড দেওয়া উচিত হয়নি। এর আগে ইরান নার্গিস মোহাম্মাদিকে চিকিৎসার জন্য কারাদণ্ডাদেশ তিন সপ্তাহের জন্য স্থগিত করে মুক্তি দেয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, তার শারিরীক অবস্থা এখনও গভীরভাবে উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে তাকে আটকে রাখা একেবারেই ঠিক হয়নি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, ‘নার্গিসের স্বাস্থ্যের অবনতি ইরানি শাসকদের নির্যাতনের সাক্ষ্য দেয়। আমরা আবারো নার্গিস এবং অন্যান্য রাজনৈতিক বন্দিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাই।’

৫২ বছর বয়সী নার্গিস মোহাম্মদী ২০২১ সালের নভেম্বর থেকে ইরানে কারারুদ্ধ রয়েছেন। ইরানি নারীদের জন্য বাধ্যতামূলক ড্রেস কোড এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তার সক্রিয় ভূমিকার কারণে তাকে একাধিক মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

নার্গিসের আইনজীবী মোস্তফা নিলি এক্স-এ লিখেছেন, ইরানের সরকারি কৌঁসুলি ডাক্তারের পরামর্শের ভিত্তিতে নার্গিস মোহাম্মদির জেলের সাজা তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন। এবং কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

নার্গিস মোহাম্মদি ইরানে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রচারণা চালানোর জন্য ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার জিতেন। সে সময় কারাগারে থাকায় তার সন্তানরা তার পক্ষে পুরস্কারটি সংগ্রহ করে।

এদিকে, নরওয়েজিয়ান নোবেল কমিটিও নার্গিস মোহাম্মদিকে স্থায়ীভাবে মুক্তি দেওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে।