News update
  • Hilsa Becomes Luxury as Prices Soar Amid Fishing Ban     |     
  • COP30 under difficult conditions     |     
  • Political parties who signed 'Historic July Charter'     |     
  • যা আছে জুলাই সনদের অঙ্গীকারনামায়       |     
  • Climate Crisis Fuels Hunger, Migration, and Global Instability     |     

ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দুতের্তে কন্যার শপথগ্রহণ

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2022-06-21, 6:28am




ফিলিপাইনের বিদায়ী প্রেসিডেন্ট রডরিগো দুতের্তের কন্যা ইঙ্গিত দিয়েছেন যে, তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে মাদক সমস্যা সামাল দেবেন।

সারা দুতের্তে দক্ষিণের শহর দাভাও’তে রবিবার আয়োজিত এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন। উল্লেখ্য, তিনি এই শহরে মেয়র হিসেবে কাজ করেন।

এই অনুষ্ঠানে দুতের্তের পিতা এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ফারদিনান্দ মার্কোস জুনিয়র উপস্থিত ছিলেন। নতুন প্রেসিডেন্টের পিতা ১৯৮৬ সালে তাকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত দেশটিকে কঠোর হস্তে শাসন করেছিলেন।

মে মাসের ৯ তারিখের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে দুতের্তে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তিনি এবং মার্কোস জুন মাসের ৩০ তারিখে দায়িত্ব গ্রহণ করবেন।

তিনি বলেন, শিশুরা এক অত্যন্ত জটিল ভবিষ্যতের মুখোমুখি হচ্ছে, আর এই বিনাশ আসছে মাদকদ্রব্যের মাধ্যমে।

তার পিতার অনুসরণ করা অত্যন্ত কঠোর পন্থা দেশটির নিরাপত্তার উন্নয়নে সাহায্য করেছিল বলে বলা হয়ে থাকে।

তবে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি মানবতার বিরুদ্ধে সম্ভাব্য অপরাধ নিয়ে প্রবীণ দুতের্তের ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছে, কেননা তিনি পুলিশকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ীদের হত্যা করার অনুমতি দিয়েছিলেন।

ফিলিপাইনের মানবাধিকার গ্রুপগুলো নতুন ভাইস প্রেসিডেন্ট তার পিতার মাদকদ্রব্য সংক্রান্ত অভিযান অব্যাহত রাখবেন কিনা এবং তার পদ আইসিসির অনুসন্ধানকে প্রভাবিত করবে কিনা, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।