News update
  • Nine killed in northwest China's traffic accident     |     
  • 6 killed in Pakistan suspected ethnic attack     |     
  • Air Force training fighter jet crashes in Ctg; 2 pilots rescued      |     
  • Palestinians flee chaos and panic in Rafah     |     
  • Seven villagers die in DR Congo attack blamed on rebels     |     

চায়না নিউজ সার্ভিস প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে প্রেসিডেন্ট সি’র শুভেচ্ছাবার্তা

ওয়াং হাইমান ঊর্মি মিডিয়া 2022-09-24, 12:37am

whhhg-f5a2daf2bf2c65884397a38a480360361663958248.jpg




চায়না নিউজ সার্ভিস প্রতিষ্ঠার আসন্ন ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং একটি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।


বার্তায় তিনি প্রতিষ্ঠানের সকল কর্মীকে আন্তরিক অভিনন্দন জানান। 


বার্তায় প্রেসিডেন্ট সি বলেন, বিগত ৭০ বছর ধরে চায়না নিউজ সার্ভিস দেশপ্রেম প্রচার করেছে, চীনা গল্প বলেছে, এবং বিশ্বে চীনা কণ্ঠস্বর হিসেবে ইতিবাচক ভূমিকা রেখেছে। 


তিনি আরও বলেন, চায়না নিউজ সার্ভিসকে নব্যতাপ্রবর্তন করতে হবে, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচারের দক্ষতা বাড়াতে হবে, বিদেশে চীনা ভাষাভাষী মিডিয়ার সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। দেশে-বিদেশে চীনা জনগণের ঐক্য বজায় রাখা, দেশি-বিদেশি সভ্যতার বিনিময় বাড়ানো, এবং মানুষে মানুষে বন্ধন জোরদার করার ক্ষেত্রে এই সার্ভিস আরও বেশি অবদান রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন। 


উল্লেখ্য, ১৯৫২ সালের পয়লা অক্টোবর চায়না নিউজ সার্ভিস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বর্তমানে এই সংস্থায় ৫২টি দেশি-বিদেশি শাখা রয়েছে। 


(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)