News update
  • Flash floods kill at least 68 people in Afghanistan     |     
  • Spanish tourists among four killed in Afg shooting     |     
  • BD, South Asian students under attack by violent mobs in Kyrgyzstan     |     
  • Woman, son among four die as lightning strikes in Narsingdi     |     
  • BD, Indian, Pakistani students under attack by mobs in Kyrgyzstan     |     

‘বিবিসি’ বাংলাসহ ১০ ভাষার সম্প্রচার বন্ধ করবে

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2022-09-30, 5:32pm

image-87264-1664527371-97f8f6e888478cb0966f35705129d4241664537569.jpg




বাংলা, হিন্দি, আরবি, চীনা ও ফারসিসহ মোট ১০টি ভাষার রেডিও সম্প্রচার বন্ধ করবে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। অর্থ সঞ্চয়ে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বন্ধ হওয়ার তালিকায় আরও রয়েছে কিরগিজ, উজবেক, ইন্দোনেশীয়, তামিল ও উর্দু ভাষার রেডিও।

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার বিবিসি তাদরে একটি প্রতিবেদনে জানায়, আন্তর্জাতিক পরিষেবায় বছরে ২৮ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড বাঁচাতে চায় সংস্থাটি। এজন্য ওয়ার্ল্ড সার্ভিসের ৩৮২টি পদ বন্ধের প্রস্তাব করা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি এবং ক্রমবর্ধমান ব্যয়ের সমন্বিত চাপের ফলে কঠিন এই সিদ্ধান্ত নেবে তারা।

তবে এগুলো একেবারেই বন্ধ হচ্ছে না। অনেকগুলোই অনলাইন পরিষেবার সঙ্গে যুক্ত থাকবে। এর বাইরেও সিবিবিসি ও বিবিসি ফোর অনলাইন প্লাটফর্মে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এসব কৃচ্ছতা সাধনে তাদের বছরে ৫০০ মিলিয়ন পাউন্ড খরচ কমে যাবে।

এর বাইরেও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লন্ডনকে বাদ দিয়ে শ্রোতাদের কাছাকাছি কার্যালয় স্থানান্তর করা হবে। এতে বাংলা পরিষেবা ঢাকায়, থাই পরিষেবার জন্য ব্যাংককে, কোরীয় পরিষেবার জন্য সিউলে এবং ফোকাস অন আফ্রিকা টিভি বুলেটিন পরিষেবা নাইরোবিতে দিতে তাদের কার্যালয় সে জায়গায় স্থানান্তর করা হবে।

প্রতিষ্ঠানটির কর্মীরা রাজনৈতিক এ সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে দাবি করে সম্প্রচার ইউনিয়ন বেকটুর প্রধান ফিলিপা চাইল্ডস বলেন, আমরা হতাশ হয়েছি। বিবিসিকে অবশ্যই পরিবর্তিত চ্যালেঞ্জগুলো মানিয়ে নিতে হবে। সরকারের লাইসেন্স ফি আটকে দেওয়ার সিদ্ধান্তের ফলে বিবিসির এ পথে হাঁটছে বলে অভিযোগ তার। তথ্য সূত্র আরটিভি নিউজ।