News update
  • Bangladesh bounce back to level series as Tanvir bags five     |     
  • UN Chief Condemns Russian Attacks, Warns of Nuclear Risks     |     
  • Dhaka Urges Clear Outcome from Upcoming Rohingya Talks     |     
  • Khulna falls short of jute output target for lack of incentives     |     
  • UNRWA Report on the Humanitarian Crisis in Gaza & West Bank     |     

রাজনীতিতে সম্পৃক্ততার কথা স্বীকার করলেন পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2022-11-24, 8:47am

09680000-0a00-0242-67e5-08da720d89e5_w408_r1_s-09cbf946fab383b3b9c429f69936ef001669258079.jpg




পাকিস্তানের সামরিক বাহিনীর বিদায়ী প্রধান বুধবার স্বীকার করেন যে তাঁর শক্তিশালী প্রতিষ্ঠানটির জাতীয় রাজনীতিতে “অসাংবিধানিক” হস্তক্ষেপ বার বার প্রতিষ্ঠানটিকে জনগণের সমালোচনার সম্মুখীন করেছে।

জেনারেল কামার জাভেদ বাজওয়া, যিনি আগামি সপ্তায় অবসর নিচ্ছেন, রাওয়ালপিন্ডিতে সামরিক বাহিনীর সদর দপ্তরে নিহত সৈন্যদের পরিবারের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা বলেন। ভাষণটি জাতীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।

৬২ বছর বয়সী জেনারেল ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী ইমরান খানের এই দাবিকে “ভূয়া ও মিথ্যা” বলে নাকচ করে দিয়েছেন যে এ বছর এপ্রিল মাসে তাঁর সরকারকে ক্ষমতাচ্যূত করার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল।

বাজওয়া বলেন.“দেশের সেবায় উদয়াস্ত ব্যস্ত আমাদের সেনাবাহিনী বার বার সমালোচনার সম্মুখীন হচ্ছে। আমি মনে করি এর প্রধান কারণ হচ্ছে গত ৭০ বছরে রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ, যা কীনা অসাংবিধানিক । সুতরাং গত বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নেয় যে তারা ভবিষ্যতে আর কখনই রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করবে না। আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি যে আমরা এ ব্যাপারে কঠোর ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”

বাজওয়া অবশ্য এ বিষয়টির ব্যখ্যা দেননি যে কি কারণে সেনাবাহিনী রাজনীতি থেকে নিজেদের সরিয়ে আনছে যেখানে পাকিস্তানের ৭৫ বছরের ইতিহাসে নির্বাচিত সরকারের বিরুদ্ধে চার বার সামরিক অভূত্থান হয়েছে যার ফলে তিন দশকেরও বেশি সময় ধরে সেখানে স্বৈরতান্ত্রিক শাসন চলেছে।

সমালোচকরা এ ব্যাপারে সংশয় পোষণ করেন যে জাতীয় রাজনীতিতে সামরিক বাহিনী কি সত্যি সত্যি তাদের হস্তক্ষেপ বন্ধ করবে।

ওয়াশিংটনের উইলসন সেন্টারে দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, “ সেনাবাহিনকে রাজনীতি থেকে বেরিয়ে আসার ব্যাপারে বাজওয়ার বক্তব্য সম্পর্কে আমার সংশয় আছে।”

ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক লিখিত মন্তব্যে তিনি বলেন “ পাকিস্তানের রাজনীতির সঙ্গে এই প্রতিষ্ঠান এতটাই সম্পৃক্ত যে এ রকম পরিবর্তন সাধন করা প্রায় অসম্ভব”।

পাকিস্তানি রাজনীতিকরা দীর্ঘ দিন ধরেই শক্তিশালী সেই প্রতিষ্ঠানের অনুকুলে না থাকলে নির্বাচিত সরকারগুলিকে সরিয়ে দিতে সামরিক বাহিনীর ভূমিকাকে দোষারোপ করে আসছেন। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।