ভারতের বেসরকারি টিভি চ্যানেলগুলিকে প্রতিদিন সরকারি অনুষ্ঠান সম্প্রচার করতে হবে, এই নির্দেশনা জারি করেছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রক ।
সোমবার (৩০ জানুয়ারি) এ বিষয়ে এক বিবৃতিতে মন্ত্রক জানায়, প্রতিটি টিভিচ্যানেলকে প্রতিদিন অন্তত ৩০ মিনিট ধরে কিছু অনুষ্ঠান দেখাতে হবে। নানা ক্ষেত্রে জনস্বার্থে প্রচারিত অনুষ্ঠানগুলির সম্প্রচার বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় মন্ত্রণালয়। প্রতি মাসে এই সম্প্রচার-সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে একটি রিপোর্ট পেশ করতে হবে ব্রডকাস্ট সেবা পোর্টালে।
এই বিবৃতিতে ৯টি বিভাগের উল্লেখ করেছে মন্ত্রক। শিক্ষা, কৃষি, বিজ্ঞানের মতো ক্ষেত্রের পাশাপাশি নারী কল্যাণের বিষয়ে সরকারি অনুষ্ঠান দেখাতে হবে প্রাইভেট চ্যানেলে।
দেশের অখণ্ডতা ও পরিবার পরিকল্পনা-সংক্রান্ত অনুষ্ঠানও সম্প্রচার করতে হবে বলে নির্দেশিকা দিয়েছে মন্ত্রণালয়।
নয়টি বিষয়ের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিন আধঘণ্টা সময় বরাদ্দ করতে হবে বেসরকারি টিভি চ্যানেলে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বেসরকারি চ্যানেলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। তাঁদের মতামত নিয়েই নতুন নির্দেশিকা জারি করেছে মন্ত্রণালয়।
দেশের গুরুত্ব ও সমাজে প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়েই ৩০ মিনিটের অনুষ্ঠান দেখাতে হবে। একটানা আধঘণ্টা না হলেও ভাগে ভাগে প্রতিদিন এই সময়সীমা পূরণ করতেই হবে।
কেন্দ্রের নির্ধারিত বিষয়গুলোর মধ্যে রয়েছে শিক্ষা ও স্বাক্ষরতার বিকাশ, কৃষি ও গ্রামোন্নয়ন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি, নারীকল্যাণ, সমাজের পিছিয়েপড়া অংশের উন্নয়ন।
সেই সঙ্গে জোর দেওয়া হয়েছে জাতীয় অখণ্ডতা, পরিবেশ ও সংস্কৃতির রক্ষা নিয়েও অনুষ্ঠান সম্প্রচারিত হবে বেসরকারি চ্যানেলগুলোতে। তবে বিবৃতির শেষে মন্ত্রণালয় এও জানিয়েছে, বেসরকারি চ্যানেলগুলোকে জোর করা হয়নি। তাদের সম্মতিতেই নতুন গাইডলাইন প্রকাশিত হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।