News update
  • Consensus must; polls to be a grand festival: Prof Yunus     |     
  • Salahuddin sees security risks if polls miss February deadline     |     
  • Qatar denounces Israel before major summit over Doha attack      |     
  • Low price frustrate potato farmers northern Bangladesh      |     
  • US May Ease Tariffs Further as Trade Gap Narrows     |     

জাপানে ২০২২ সালে রেকর্ড সংখ্যক শিশু আত্মহত্যার ঘটনা

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2023-03-15, 9:57am

20230314_10_1231007_l-2e77b9352f3dafaf603f9f56ff885d251678852666.jpg




জাপানের স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালে ২১ হাজার ৮৮১ ব্যক্তি আত্মহত্যা করেছেন, যাদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে রেকর্ড সংখ্যক শিশু। 

২০২১ সালের সাপেক্ষে মোট এই সংখ্যা ৪.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে বছরওয়ারী হিসেবে এ সংখ্যা হ্রাস পেয়েছিল। 

২০০৯ সালের পর থেকে আত্মহত্যা করা পুরুষের সংখ্যা প্রথমবারের মতো বৃদ্ধি পেয়ে ১৪ হাজার ৭৪৬-এ দাঁড়িয়েছে। অন্যদিকে মহিলাদের আত্মহত্যার সংখ্যা টানা তিন বছর ধরে বৃদ্ধি পেয়ে ৭ হাজার ১৩৫-এ দাঁড়িয়েছে। মোট এই সংখ্যার ৬৭.৪ শতাংশই পুরুষ। 

এদিকে, বয়সের হিসেবে আত্মহত্যা করা ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন ৫০ বছরের কোঠার। তাদের পরে ছিলেন ৪০ ও ৭০ বছরের কোঠার ব্যক্তিরা।  

অপ্রাপ্তবয়স্কদের মধ্যে ৩৫৪ জন উচ্চ মাধ্যমিক, ১৪৩ জন নিম্ন মাধ্যমিক, এবং ১৭ জন প্রাথমিক স্কুলের ছাত্র ছিল। সর্বমোট সংখ্যা ছিল ৫১৪। ১৯৮০ সালে এই উপাত্ত প্রকাশ শুরু হওয়ার পর থেকে এবারই প্রথম মোট এই সংখ্যা ৫০০ ছাড়ালো। 

মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উল্লেখ করেন যে মধ্যবয়সী পুরুষদের চেয়ে শিশুদের আত্মহত্যার ঘটনা বেশি ছিল। তারা জানিয়েছেন, তারা টেলিফোন ও ইন্টারনেটে কাউন্সেলিংয়ের হটলাইন স্থাপন এবং এ সংশ্লিষ্ট অন্যান্য সরকারি দপ্তরের সাথে একত্রে কাজ করা সহ আরও সহায়তামূলক পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছেন। 

উল্লেখ্য, মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কাউন্সেলিং বা পরামর্শ প্রদান পরিষেবা চালু করছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।