News update
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • Sudan war becomes more deadly: Ethnically motivated attacks up     |     

২০২৪ সালকে স্বাগত জানাল অকল্যান্ড

গ্রীণওয়াচ ডেক্স মিডিয়া 2023-12-31, 6:19pm

hhjgjh-ebf0f44a8e5ecb32a534a02f554e159b1704025145.jpg




আতশবাজির মধ্য দিয়ে নতুন ইংরেজি বছর ২০২৪ সালকে স্বাগত জানিয়েছে নিউ জিল্যান্ডের অকল্যান্ড শহর। বিশ্বের কোনো বড় শহর হিসেবে সবার আগে নতুন বছরকে স্বাগত জানায় অকল্যান্ড।

স্থানীয় সময় মধ্যরাতে ঘড়ির কাটা ১২টা বাজার সঙ্গে সঙ্গে নতুন বছরকে স্বাগত জানানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানায়।

আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে নতুন বছরকে আগে বরণ করার সুযোগ পাওয়া দেশগুলোর মধ্যে নিউ জিল্যান্ড একটি। বিশ্বের বড় শহরগুলোর মধ্যে নতুন বছরকে আমন্ত্রণ জানানোর উৎসবে মেতে ওঠার ক্ষেত্রে সবার আগে সুযোগ আসে অকল্যান্ডের। তবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ কিরিবাতিতে বিশ্বে প্রথম দেশ হিসেবে নববর্ষ শুরু হয়েছে। দেশটি নিউ জিল্যান্ডের কাছাকাছি অবস্থিত এবং এক ঘণ্টা আগে সেখানে নতুন বছরের আগমন হয়।

নতুন বছরকে স্বাগত জানাতে অকল্যান্ডের কেন্দ্রস্থলের ১ হাজার ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে ঝুলন্ত একটি বিশাল ঘড়ির সময় দেখে রাত ১২টা বাজার জন্য অপেক্ষা করতে থাকে সেখানে জড়ো হওয়া মানুষ। এরপর শুরু হয় কাউন্টডাউন। আর রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই আকাশে দেখা যায় আতশবাজির বর্ণিল ছটা।

নতুন বছরকে বিশ্বের সবার আগে বরণ করেছে কিরিবাতি। ইএসএ আর্থ অবজারভেশন সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটিতে নতুন বছরকে স্বাগত জানানোর ঘোষণা দিয়েছে। গ্রিনিচ মান সময় ১০টায় বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৪ সালকে স্বাগত জানায় কিরিবাতি। যুক্তরাজ্য থেকে ১৩ ঘণ্টা এগিয়ে রয়েছে দেশটির সময়।

কিরিবাতির বৃহত্তম দ্বীপ কিরিতিমাতিতে প্রথম নতুন বছর শুরু হয়েছে বলে জানিয়েছে ক্যানবেরা টাইমস। সেখানে প্রায় ৫০০ মানুষের বসবাস। নতুন বছরকে স্বাগত জানানো নিয়ে সেখানে বড় কোনো আয়োজন ছিল না।