News update
  • Gaza Ceasefire Not Enough as Children Continue to Die     |     
  • Bangladesh Sets Guinness Record With 54 Flags Aloft     |     
  • Gambia Tells UN Court Myanmar Turned Rohingya Lives Hell     |     
  • U.S. Embassy Dhaka Welcomes Ambassador-Designate Brent T. Christensen     |     
  • Survey Shows Tight Race Between BNP and Jamaat-e-Islami     |     

মঙ্গলকে উপনিবেশ না করে পৃথিবীকে রক্ষা করুন: বারাক ওবামা

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2024-03-15, 8:06am

image-130360-1710404385-3293b51336236b65077d0bf2e837e2bf1710468378.jpg




মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার বলেছেন, মঙ্গল গ্রহের উপনিবেশ করার স্বপ্ন দেখার আগে মানবতাকে অবশ্যই পৃথিবীকে রক্ষা করতে হবে। এমনকি পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ এবং লাগামহীন জলবায়ু পরিবর্তন হলেও পৃথিবীর তুলনায় লাল গ্রহটি বাসযোগ্য হতে পারে না।

ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি নবায়ণযোগ্য জ্বালানি সম্মেলনে বক্তৃতাকালে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট সিলিকন ভ্যালির উল্লেখ করে বলেন, ‘সেখানে অনেক ধনকুবের রয়েছেন, যাদের মধ্যে অনেকেই মহাকাশযান তৈরি করছেন’ যা মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে পারে।

‘কিন্তু যখন আমি শুনি যে কিছু লোক মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপনের পরিকল্পনার কথা বলছে কারণ পৃথিবীর পরিবেশ এতটাই অবনতি হতে পারে যে এটি বসবাসের অযোগ্য হয়ে পড়বে, তখন আমি তাদের দিকে তাকাই, আপনি কী বলছেন?’

ওবামা বলেন, ‘এমনকি পারমাণবিক যুদ্ধের পরেও, পৃথিবী মঙ্গল গ্রহের চেয়ে বেশি বাসযোগ্য হবে, এমনকি যদি আমরা সিসি (জলবায়ু পরিবর্তন) সম্পর্কে কিছু না করি তাহলেও এতে অক্সিজেন থাকবে, যতদূর আমরা বলতে পারি, মঙ্গল গ্রহে নেই।’

‘আমি বরং আমাদের এখানে এই গ্রহের যতœ নেওয়ার জন্য বিনিয়োগ করব’এ কথা উল্লেখ করে তিনি বলেন, মহাকাশ অনুসন্ধান মানবতার জন্য নতুন বসবাসের স্থান তৈরি করার পরিবর্তে জ্ঞান এবং আবিষ্কার সংগ্রহের জন্য হওয়া উচিত।’

তিনি বলেন, ‘আমাদের এই জায়গাটির জন্য ডিজাইন করা হয়েছিল এবং আমরা যদি এই জায়গাটিকে এমনভাবে রাখি যাতে বাসযোগ্য হয়, তাহলে এটি ভাল হবে।’

ঘণ্টাব্যাপী আলোচনায় ওবামা ২০০৯ থেকে ২০১৭ সালের মধ্যে হোয়াইট হাউসে তার জলবায়ু রেকর্ড নিয়ে আলোচনা করেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।