ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পূর্ব আজারবাইজানের তাবরিজ শহরে জড়ো হচ্ছেন হাজারো মানুষ। মঙ্গলবার (২১ মে) সকালে তাবিরিজ শহরের কেন্দ্রীয় চত্বর থেকে শোক মিছিলটি শুরু হয়।
হাতে ইরানের পতাকা ও রাইসির প্রতিকৃতি নিয়ে দলে দলে মানুষ যোগ দেন শোক মিছিলে। রোববার (১৯ মে) তাবরিজ শহরের দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। তার সহযাত্রী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আমিরাবদুল্লাহিয়ানসহ সরকারের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা।
তাবরিজে শোক মিছিলের পর ৬৩ বছর বয়সি রাইসি এবং ৬০ বছরের আমিরাবদুল্লাহিয়ানের মরদেহ তেহরানে নিয়ে যাওয়া হবে।
মঙ্গলবার (২১ মে) বিকেলে তাদের মরদেহ ইরানের পবিত্র শহর কোমে আনা হবে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে তেহরানের উদ্দেশে যাত্রা শুরু হবে।
বুধবার (২২ মে) তেহরানে রাইসির জন্য প্রার্থনা অনুষ্ঠান হবে। ধারণা করা হচ্ছে, সেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নামাজের নেতৃত্ব দেবেন এবং বিদেশী বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।
এরপর রাইসির মরদেহ উত্তর-পূর্বে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে নিয়ে যাওয়া হবে। এই শহরে রাইসি জন্মগ্রহণ করেছেন এবং বেড়ে উঠেছেন।
বৃহস্পতিবার (২৩ মে) মাশহাদে রাইসিকে দাফন করার কথা রয়েছে। সূত্র: আল জাজিরা