A human chain was staged in Kalapara demanding arrest of those who attacked the East West Media House in Dhaka.
পটুয়াখালী: ইষ্ট ওয়েস্ট গ্রুপের মিডিয়া হাউজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, কালের কণ্ঠের কলাপাড়া প্রতিনিধি জসীম পারভেজ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা, রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি রাসেল কবির মুরাদ, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু প্রমূখ।
এসময় বক্তারা সংবাদ মাধ্যমে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে দৃস্টান্ত স্থাপন করার আহবান জানান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। - গোফরান পলাশ