News update
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     

বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত যা চোখে দেখা যায় না

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2025-12-13, 8:47pm

rewer3423-4abfc6188ba2e582606d07e7f29421981765637269.jpg




বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাতটি কোনো পর্যটক আকর্ষণ নয়, কারণ এটি অবস্থিত সমুদ্রের তলদেশে। আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডের মধ্যে আর্কটিক মহাসাগরের গভীরে লুকানো এই জলপ্রপাতের নাম ‘ডেনমার্ক স্ট্রেট ক্যাটারাক্ট’। এর জল ১১ হাজার ৫০০ ফুট নিচে অবতরণ করে, যা পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতের থেকে প্রায় তিন গুণ গভীর। প্রস্থে ৪৮০ কিলোমিটার বিস্তৃত এই বিশাল জলপ্রপাতটি প্রকৃতপক্ষে ‘আন্ডারওয়াটার জায়ান্ট’ নামে পরিচিত।

বিশেষ কথা হলো, যদিও এটি সমুদ্রের তলদেশে নিমজ্জিত এবং চোখে দেখা যায় না, তবুও এই জলপ্রপাতের বিশাল স্রোত উষ্ণ ও শীতল জলের সংমিশ্রণে শক্তিশালী প্রবাহ সৃষ্টি করে। এটি বিশ্বব্যাপী জলবায়ু ব্যবস্থার উপর গুরত্বপূর্ণ প্রভাব ফেলে, বিশেষ করে সমুদ্রের তাপমাত্রা ও স্রোত নিয়ন্ত্রণে।

জলপ্রপাতটি প্রথাগত জলপ্রপাতের ধারণাকে চ্যালেঞ্জ জানায়, কারণ প্রচলিত জলপ্রপাতগুলি যেমন অ্যাঞ্জেল, ভিক্টোরিয়া বা নায়াগ্রা, সেগুলি আকাশে ফোয়ারা তুলেও দর্শকদের মন মাতিয়ে রাখে, কিন্তু ডেনমার্ক স্ট্রেট ক্যাটারাক্ট সেইসব দৃশ্যের বাইরে অবস্থিত।

বিশেষজ্ঞরা মনে করেন, সমুদ্রের তলার এই বৃহৎ জলপ্রপাতের বৈজ্ঞানিক গবেষণা ও পর্যবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর স্রোত ও তাপমাত্রার পরিবর্তন ভবিষ্যতে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।