
ট্রাম্পের ট্রুথ সোশ্যালে তালিকাটি প্রকাশ করা হয়, যেখানে দেখা গেছে বাংলাদেশি পরিবারগুলোর অর্ধেকের বেশি সহায়তা নেয়। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি অভিবাসীদের কত শতাংশ সরকারি সহায়তা নেয় সেটির একটি তালিকা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেখানে দেখা গেছে দেশটিতে যত বাংলাদেশি পরিবার থাকে তাদের ৫৪ শতাংশেরও বেশি সরকারি সহায়তা নিয়ে থাকেন।
রোববার (৪ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–এ ‘ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন’ শিরোনামে এই তালিকা শেয়ার করেন তিনি।
এতে ১২০টি দেশ ও অঞ্চলের তালিকা প্রকাশ করেছেন ট্রাম্প। সেখানে ভারত বাদে দক্ষিণ এশিয়ার সব দেশের নাম আছে।
তালিকায় বাংলাদেশি অভিবাসীদের অবস্থান উঠে এসেছে ১৯তম স্থানে, যেখানে অর্ধেকের বেশি পরিবার যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন সুবিধার ওপর নির্ভরশীল।
যুক্তরাষ্ট্র অভিবাসীদের বিভিন্নভাবে সহায়তা করে থাকে। এরমধ্যে খাদ্য, সরকারি স্বাস্থ্য এবং ঘর ভাড়ার জন্য সরকার সহায়তা দেয়।
দক্ষিণ এশিয়ার আরও চারটি দেশের নাম রয়েছে এই তালিকায়। এর মধ্যে ভুটান শীর্ষে রয়েছে—দেশটির অভিবাসী পরিবারগুলোর ৮১ দশমিক ৪ শতাংশই যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক সহায়তা নেয়। এ ছাড়া আফগানিস্তান রয়েছে ষষ্ঠ স্থানে (৬৮ দশমিক ১ শতাংশ পরিবার), পাকিস্তান ৬০তম স্থানে (৪০ দশমিক ২ শতাংশ পরিবার) এবং নেপাল ৯০তম স্থানে (৩৪ দশমিক ৮ শতাংশ পরিবার)।
যুক্তরাষ্ট্রের অলাভজনক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার–এর ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০০০ সালে যেখানে বাংলাদেশির সংখ্যা ছিল মাত্র ৪০ হাজার, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৭০ হাজারে।
অন্যদিকে, সবচেয়ে কম হারে সরকারি সুবিধা নেয়া দেশ ও অঞ্চলগুলোর মধ্যে রয়েছে বারমুডা, সৌদি আরব, আর্জেন্টিনা, কোরিয়া, দক্ষিণ আমেরিকাসহ আরও কয়েকটি দেশ।