News update
  • Musk Launches 'America Party' in Fresh Split with Trump     |     
  • Israel to send negotiators to Gaza talks     |     
  • Bangladesh bounce back to level series as Tanvir bags five     |     
  • UN Chief Condemns Russian Attacks, Warns of Nuclear Risks     |     
  • Dhaka Urges Clear Outcome from Upcoming Rohingya Talks     |     

কুয়াকাটায় জেলের জালে ফের ধরা পড়ছে ৬০ কেজি ওজনের পাখি মাছ

মৎস 2024-10-12, 10:42pm

deep-sea-fish-pakhi-mach-weighing-60-kg-has-been-caught-in-kuakata-036d398a69950ecf2d061d28dc96b4f51728751377.jpg

Deep sea fish pakhi mach weighing 60 kg has been caught in Kuakata.



কলাপাড়া পটুয়াখালী:  পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এমবি রফিকুল ইসলাম নামের একটি মাছ ধরা ট্রলারের জেলেদের জালে ৬০কেজির ওজনের একটি পাখি মাছ ধরা পড়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে মাছটি পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসলে মাছটিকে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয় উৎসুক জনতা। 

জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা খুবই কম। মাছটি মেসার্স আব্দুল্লাহ ফিসের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী সাগর ২০০ টাকা কেজি দরে ১২ হাজার টাকায় কিনে নেন।

মেসার্স আব্দুল্লাহ ফিসের স্বত্বাধিকারী ইউসুফ হাওলাদার বলেন, দীর্ঘদিন পরে একটি পাখি মাছ আমার গদিতে এসেছে। এই প্রজাতির মাছ এখন কম ধরা পড়ে । আগে আরো বেশি ধরা পড়তো। আমাদের এই অঞ্চলে এর চাহিদা বেশি না থাকলেও রাজধানী সহ দেশের বাহিরে এর চাহিদা বেশি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ গভীর সমুদ্র থাকে। ঘণ ঘণ সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো উপকূলে আসে না। যার কারণে কম ধরা পড়ছে। - গোফরান পলাশ