News update
  • Bhutan’s Tala Dam Overtopped after unprecedented rainfall     |     
  • Bangladesh’s Coastal Fishers Trapped by Debt, Climate Change     |     
  • 3 US physicists win Nobel for quantum tunneling research     |     
  • Bangladesh economy rebounds strongly in latter half of FY25: WB     |     
  • Tarique urges teachers to back BNP for reform-focused govt     |     

নিখোঁজের আট দিন পর বেঁচে ফিরলেন কুয়াকাটার পাঁচ জেলে

মৎস 2025-10-07, 10:32pm

five-kuakata-fishermen-returned-alive-after-remaining-untraceable-for-8-days-47d56806e413b169be6eedec863bbc9a1759854732.jpg

Five Kuakata fishermen returned alive after remaining untraceable for 8 days.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের পাঁচ জেলে গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়ার ৮ দিন পর বাড়ি ফিরেছেন। সোমবার সন্ধ্যায় তারা বাড়ি ফেরেন বলে নিশ্চিত করেছে নিখোঁজ জেলে মিলন বিশ্বাসের বড় ভাই মুস্তাকিন বিশ্বাস।

নিখোঁজ জেলে মিলন বিশ্বাস জানান, হঠাৎ বড় বড় ঢেউয়ের তোড়ে আমাদের ট্রলারটি স্রোতে ভেসে সুন্দরবন এলাকায় চলে যায়। ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় আমরা সেখানে নোঙর করে থাকি। দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে একটি তীরে গিয়ে ইঞ্জিন মেরামত করে গতকাল সোমবার বাড়ি ফিরে আসি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর ভোরে ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া জেলে ঘাট থেকে লাল রঙের একটি ফাইবার নৌকা নিয়ে পাঁচ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সর্বশেষ তাদের সঙ্গে যোগাযোগ হয় ১ অক্টোবর। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন।

নিখোঁজদের মধ্যে ছিলেন—মিলন বিশ্বাস, সুমন হাওলাদার, বাবুল মাঝি, মনির সিকদার ও রুবেল হাওলাদার।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ২৮ সেপ্টেম্বর সমুদ্রে গিয়ে ঝড়ের কবলে পড়ে পাঁচ জেলে নিখোঁজ হন। পরে তাদের পরিবার মহিপুর থানায় জিডি করে। গতকাল সোমবার তারা বাড়ি ফিরেছেন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝড়ের তোড়ে তারা ভেসে সুন্দরবন এলাকায় চলে গিয়েছিলেন। - গোফরান পলাশ