News update
  • Stock market: DSE fails to sustain early gains, CSE extends rally     |     
  • Illegal arms, disinformation pose major challenges to BD polls: Officials     |     
  • BNP senses ‘dangerous conspiracy’ against democratic transition     |     
  • CEC Vows Credible Election to End Stigma     |     
  • High-level meeting reviews country’s economic progress     |     

মুসলিম লীগ পুনর্গঠন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল

রাজনীতি 2022-08-03, 8:14pm

Kazi Abul Khair, secretary general, Bangladesh Muslim League



আজ (০৩ আগস্ট) বিকাল ৪.০০টায় আগামী ০৮ আগস্ট,২০২২ বাংলাদেশ মুসলিম লীগের ৪৬তম পুনর্গঠন দিবস উৎযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দলের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে পল্টনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি নজরুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব কাজী এ.এ কাফী, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, শ্রম সম্পাদক ইঞ্জি. ওসমান গনী, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ। সভায় দলের পুনর্গঠন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন বিষয়ে বিশদ আলোচনা ও দিনব্যাপী কর্মসূচী গৃহীত হয়। কর্মসূচীর মধ্যে অন্যতম হল সকাল ১১.০০টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম খান এ সবুর সহ ইতিমধ্যে মৃত্যুবরণকারী সকল নেতা-কর্মীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও বেলা ৩.০০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের বলেন, বাংলার মুসলমানদের স্বার্থ রক্ষার লক্ষ্য নিয়ে খান এ সবুর ১৯৭৬ সালের ৮ই আগস্ট মুসলিম লীগ পুনর্গঠনের উদ্যোগ নিয়ে মুসলিম জাতিসত্তা অনুসারীদের শুধু ঐক্যবদ্ধই করেননি বরং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি ঢাকায় উপস্থিত নেতা-কর্মীদের যথা সময়ে দলীয় কার্যালয়ে উপস্থিতি ও প্রত্যেক ইউনিটকে যথাযোগ্য মর্যাদার সাথে দিনটি উৎযাপনের আহ্বান জানিয়েছেন। - প্রেস বিজ্ঞপ্তি

বার্তা প্রেরক, কাজী এ.এ কাফী, অতিঃ মহাসচিব, ০১৮১৭০১৪৪৪০