জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় বিএনপির সমাবেশ। তথ্য সূত্র বিবিসি বাংলা।
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় আয়োজিত এক সমাবেশ থেকে বিরোধী দল বিএনপি নেতারা সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী করেছেন।
তারা বলেছেন সরকার তাদের দাবিতে কান না দিলে বিএনপি রাস্তায় জোরদার আন্দোলন শুরু করবে।
বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তার ভাষণে মানুষকে "রাজপথ দখলের" আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান। "এখন লড়াই রাজপথ দখলের ... রাজপথেই দাবী আদায়ের আন্দোলনের ফয়সালা হবে।"
তবে এই মুহূর্তে হরতাল বা অবরোধের মত কোনো কর্মসূচি নেওয়ার সম্ভাবনা নাকচ করেছেন বিএনপি মহাসচিব।
সমাবেশে তার ভাষণের আগে তিনি বিবিসি বাংলার কাদির কল্লোলকে বলেন, "এই মুহূর্তে হরতাল অবরোধের মত কর্মসূচির কথা বিএনপি ভাবছে না। মানুষকে সম্পৃক্ত করা যায় এমন কর্মসূচীর কথা আমারা ভাবছি।"
নয়াপল্টন এলাকায় নেতা-কর্মী
ঢাকার বিভিন্ন অঞ্চল এবং ঢাকার আশেপাশের জেলাগুলো থেকেও বিএনপির হাজার হাজার নেতা-কর্মী নয়া পল্টন এলাকায় দলের প্রধান কার্যালয়ের সামনে ঐ সমাবেশে হাজির হয়।
বিএনপি কার্যালয়ের সামনের সড়ক এবং লাগোয়া সড়কগুলো ছিল মানুষে ঠাসা।
আমাদের সংবাদাদাতা বলছেন, সমাবেশে যোগ দিতে আসা অনেক মানুষ তাকে বলেছেন তারা দলের কাছ থেকে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি চান।
জ্বলানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর পর আগামি কদিনে বিএনপি জেলা এবং উপজেলা পর্যায়ে বিক্ষোভ-সমাবেশ করবে। তথ্য সূত্র বিবিসি বাংলা।