News update
  • Fire at Mutual Trust Bank branch in Dhaka     |     
  • 9 killed as bus catches fire in India's Haryana     |     
  • Flash floods kill 50 in western Afghanistan: police     |     
  • Nearly 10,000 evacuated in Ukraine's Kharkiv region: governor     |     
  • UN, ASEAN urged to save Rohingyas from genocide in Myanmar     |     

মিরপুরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ : সাত পুলিশসহ আহত 100

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-09-16, 9:18am

image-58434-1663255470-adaabd14364fa4120f1c5c4be56f07f91663298305.jpg




রাজধানীর মিরপুরের ৬ নম্বর সেকশন বাজারের পশ্চিম পাশে মুকুল ফৌজ মাঠে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। 

হামলায় ডিএমপি পুলিশের মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার ও একজন কর্মকর্তা, ৭ জন পুলিশ সদস্যসহ কমপক্ষে 100 জন আহত হয়েছেন। 

আহত একজন পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। 

হামলা চলাকালে বিএনপির ৩-৪ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫ টায় ডিএমপির মিরপুরের পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. পারভেজ রহমান বাসসকে এ কথা জানান। 

তিনি বলেন, আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে মিরপুর ৬ নম্বর সেকশনে বিএনপি একটি  সমাবেশ করছিল। এ সময় একই এলাকা দিয়ে মিরপুর ও পূরবী থানা আওয়ামীগের একটি মিছিল যাচ্ছিল। আওয়ামী লীগের মিছিলকে লক্ষ্য করে বিএনপির মিছিল ও সমাবেশ থেকে দলটির নেতা-কর্মীরা প্রথমে ইটপাটকেল ছুড়ে মারতে থাকে। প্রতিবাদে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও এক পর্যায়ে হামলার পাল্টা জবাব দেয়। এরপর উভয়ের মধ্যে সংঘর্ষ বেধেঁ যায়। পরে দফায় দফায় চলে ধাওয়া পাল্টাধাওয়া। 

তিনি আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মিরপুর জোনের উপ- পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লার নেতৃত্বে পুলিশ সদস্যরা এগিয়ে গেলে পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতা-কর্মীরা বৃষ্টির মত ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করে। 

এ সময় মিরপুর জোনের উপ- পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা, দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মিজানুর রহমান, পল্লবী থানার  উপ- পরিদর্শক (এসআই) সজীর খানসহ ৭ জন পুলিশ সদস্য আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুরে উভয় পক্ষের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। বিএনপির নেতাকর্মীরা পুলিশ ও আওয়ামী লীগের ওপর হামলা চালিয়েছে। পরে বিপুল সংখ্যক  পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ডিএমপি পুলিশের মিরপুর জোনের উপ- পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা সাংবাদিকদের জানান, ‘বিএনপির নেতা-কর্মীরা পুলিশ ও আওয়ামী লীগের ওপর হামলা চালায়। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় কয়েক জনকে আটক করা হয়েছে। তথ্য সূত্র বাসস।